Ajker Patrika

আইএইএ প্রধানের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দিল ইরান

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২১ জুন ২০২৫, ০৯: ২৬
আইএইএ প্রধান রাফায়েল গ্রসি। ছবি: ইরনা
আইএইএ প্রধান রাফায়েল গ্রসি। ছবি: ইরনা

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান। ইরানের আণবিক কর্মসূচির বিষয়ে গ্রোসির দৃষ্টিভঙ্গি এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানাতে ‘ব্যর্থতার’ অভিযোগ এনেছে তেহরান।

এর আগে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি গত বৃহস্পতিবার গ্রোসির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। তাঁর অভিযোগ, ইসরায়েলের ইরানি পরমাণু স্থাপনাগুলোতে হামলার সময় গ্রোসি ‘নিষ্ক্রিয়’ ছিলেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইয়ং জার্নালিস্টস ক্লাব।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি গ্রোসির ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের প্রতি দৃষ্টিভঙ্গি’ এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানাতে ‘ব্যর্থতার’ তীব্র নিন্দা জানিয়েছেন।

এর আগে জুনের শুরুতে গ্রোসি বলেছিলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার বাধ্যবাধকতা ক্রমাগত এড়িয়ে যাচ্ছে। এর ফলে, আইএইএ ‘নিশ্চিতভাবে বলতে পারবে না যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ।’

গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় গ্রোসি সতর্ক করে দিয়েছিলেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা ‘পারমাণবিক সুরক্ষা এবং নিরাপত্তায় মারাত্মক অবনতি’ ঘটিয়েছে।

এই অভিযোগ দায়েরের ফলে ইরান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত