Ajker Patrika

ইরানের নতুন প্রেসিডেন্টকে পুনরায় পরমাণু আলোচনা শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইরানের নতুন প্রেসিডেন্টকে পুনরায় পরমাণু আলোচনা শুরু করার আহ্বান যুক্তরাষ্ট্রের

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে পুনরায় পরমাণু আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।  মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র স্থানীয় সময় বৃহস্পতিবার এই আহ্বান জানান। 

ইরানকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এ নিয়ে কূটনীতির সুযোগ সব সময় পাওয়া যাবে না। 

এদিকে গতকাল বৃহস্পতিবার শপথ নিয়ে ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বলেছেন, নিষেধাজ্ঞা ওঠানোর জন্য যে কোনো কূটনৈতিক পরিকল্পনায় তিনি সমর্থন করবেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের অবৈধ নিষেধাজ্ঞা অবশ্যই তুলে নিতে হবে। 
 
কিছু পশ্চিমা দেশ মনে করতো ইরান পরমাণু শক্তি অর্জন করতে চায় কারণ তারা পারমাণবিক বোমা তৈরিতে আগ্রহী। তবে ইরান সেটা অস্বীকার করে। এ নিয়ে ২০১৫ সালে ইরান এবং ছয়টি দেশ একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে সম্মত হয়। এই চুক্তি অনুযায়ী ইরান তাদের কিছু পরমাণু কার্যক্রম বন্ধ করতে সম্মত হয়। তার পরিবর্তে ইরানের ওপর চাপানো কড়া শাস্তিমূলক নিষেধাজ্ঞা তুলে নেওয়া  হবে বলে প্রতিশ্রুতি দেয় যুক্তরাষ্ট্র। কিন্তু ২০১৮ সালের মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেওয়ার  পর ইরান নিষিদ্ধ এই সব পারমাণবিক কার্যক্রম আবার চালু করে। এর ফলে ইরানের ওপর আবার নিষেধাজ্ঞা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তিতে আবার ফিরে আসতে চান, কিন্তু দুই পক্ষই চাইছে, অন্য পক্ষকে আগে এগোতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত