Ajker Patrika

এবারের হাজিদের করোনা টেস্ট বা আইসোলেশন লাগবে না: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১১: ২৫
এবারের হাজিদের করোনা টেস্ট বা আইসোলেশন লাগবে না: সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়

এবার যাঁরা হজে অংশ নিয়েছেন, তাঁদের করোনা টেস্ট বা আইসোলেশনে থাকার প্রয়োজন নেই। সৌদি আরবের স্বাস্থ্যবিষয়ক উপমন্ত্রী ডা. আবদুল্লাহ অসিরি এ নির্দেশনা দিয়েছেন। তবে হজ থেকে ফেরার প্রথম দুই সপ্তাহের মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে আইসোলেশনে যেতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

উপমন্ত্রী ডা. আবদুল্লাহ অসিরি বলেন, ‘সব হজযাত্রী এবং হজকর্মীর ভ্যাকসিন পাওয়ায় পরীক্ষা বা বিচ্ছিন্নতার প্রয়োজন নেই।’ এ বছর হজ সম্পন্ন করা ব্যক্তিদের পরিবারে ফেরার পরে কোভিড-১৯ পরীক্ষা বা আইসোলেশনের প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি এ কথা বলেন। একই সঙ্গে নিজ দেশের টিকা না পাওয়া সদস্যদেরও দ্রুত টিকার ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

কাইসার ফ্যামিলি ফাউন্ডেশনের 'ভ্যাকসিন মনিটর : ইন দেয়ার ওউন ওয়ার্ডস, সিক্স মান্থস লেটার' শিরোনামে এক প্রতিবেদনে বলা হয়, ‘এখন পর্যন্ত যাঁরা টিকা নেননি, তাঁদের টিকা না নেওয়ার পেছনে কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এগুলো হচ্ছে—কিশোর হওয়ায় বাবা–মায়ের অনিচ্ছা, সমাজে সবচেয়ে কম শিক্ষিত, জাতিগত সংখ্যালঘু বা যাদের স্বাস্থ্য বিমা নেই। ভ্যাকসিন না নেওয়ার তিনটি প্রধান কারণ—পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা, ভ্যাকসিন সম্পর্কে অধ্যয়নের পর্যাপ্ততা সম্পর্কে সন্দেহ এবং বিশ্বাস করা যে কোনো ভ্যাকসিনের দরকার নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকার দুটি ডোজ সম্পূর্ণ করা সবার জন্য প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আজ পর্যন্ত দেশটির মোট ২ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ১৭৭ জন লোক করোনার টিকা গ্রহণ করেছেন। তাঁদের মধ্যে বয়স্কদের সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ১৪০।

অন্যদিকে, এ পর্যন্ত সৌদির ৫ লাখ ১৫ হাজার ৬৯৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮ হাজার ১৪১ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ১ হাজার ২৪৭ ও ১১। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত