দক্ষিণ লেবাননের রামিশে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং একজন অনুবাদক আহত হয়েছেন। আজ শনিবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাতে এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েল-লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ঘটনাটি ঘটল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে, বিস্ফোরণের পেছনে দায়ী ইসরায়েলি ড্রোন হামলা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই এই হামলার দায় অস্বীকার করেছেন।
জাতিসংঘের মিশন ইউনিফিল বলেছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে। এক বিবৃতিতে ইউনিফিল বলেছে যে, দক্ষিণ লেবাননকে ইসরায়েল থেকে বিভক্ত করা জাতিসংঘ নির্ধারিত ‘ব্লু লাইন’ বরাবর একটি টহল দলের কাছে বিস্ফোরিত হয়েছিল একটি শেল।
শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে ইউনিফিল।
পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে লেবাননের অনুবাদক স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সেই এলাকায় হামলা চালিয়েছে যেখানে পর্যবেক্ষকেরা আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে যে, ‘আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) আজ সকালে রামিশ এলাকায় ইউনিফিলের কোনো গাড়িতে হামলা করেনি।’
সাম্প্রতিক দিনগুলিতে, ইসরায়েল এবং লেবাননের মধ্যে সীমান্ত বরাবর উত্তেজনা আবারও বেড়েছে। এতে উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটছে।
লেবাননের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন।
দক্ষিণ লেবাননের রামিশে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে জাতিসংঘের তিন পর্যবেক্ষক এবং একজন অনুবাদক আহত হয়েছেন। আজ শনিবার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের বরাতে এক প্রতিবেদনে খবরটি দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েল-লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝেই ঘটনাটি ঘটল।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে যে, বিস্ফোরণের পেছনে দায়ী ইসরায়েলি ড্রোন হামলা। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায়ে আদ্রেই এই হামলার দায় অস্বীকার করেছেন।
জাতিসংঘের মিশন ইউনিফিল বলেছে, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারা বিস্ফোরণের উৎস সম্পর্কে তদন্ত করছে। এক বিবৃতিতে ইউনিফিল বলেছে যে, দক্ষিণ লেবাননকে ইসরায়েল থেকে বিভক্ত করা জাতিসংঘ নির্ধারিত ‘ব্লু লাইন’ বরাবর একটি টহল দলের কাছে বিস্ফোরিত হয়েছিল একটি শেল।
শান্তিরক্ষীদের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেছে ইউনিফিল।
পর্যবেক্ষকদের জাতীয়তা বা তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে লেবাননের অনুবাদক স্থিতিশীল আছেন বলে জানা গেছে।
লেবাননের রাষ্ট্র পরিচালিত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সেই এলাকায় হামলা চালিয়েছে যেখানে পর্যবেক্ষকেরা আহত হয়েছেন।
অন্যদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী এই অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে বলেছে যে, ‘আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) আজ সকালে রামিশ এলাকায় ইউনিফিলের কোনো গাড়িতে হামলা করেনি।’
সাম্প্রতিক দিনগুলিতে, ইসরায়েল এবং লেবাননের মধ্যে সীমান্ত বরাবর উত্তেজনা আবারও বেড়েছে। এতে উভয় পক্ষের হতাহতের ঘটনা ঘটছে।
লেবাননের সরকারি সূত্র বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দেশটিতে এখন পর্যন্ত হিজবুল্লাহর অন্তত ২৭০ যোদ্ধা নিহত হয়েছেন। ইসরায়েলের হামলায় লেবাননে আরও ৫০ বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন।
ব্রাজিলে মার্কিন পপ গায়িকা লেডি গাগার কনসার্টে বোমা হামলার পরিকল্পনা করেছিল দুষ্কৃতকারীরা! তবে, তা ব্যর্থ করে দিয়েছে পুলিশ। এরই মধ্যে হামলা পরিকল্পনার মূল হোতা ও এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তারা। কনসার্ট শেষ হওয়ার পরদিন, গতকাল রোববার এই ঘটনা প্রকাশ করে ব্রাজিল পুলিশ।
৩২ মিনিট আগেপাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ভারতের পাঞ্জাব রাজ্যের ফিরোজপুর সেনানিবাস এলাকায় ব্ল্যাকআউট মহড়া অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধের পূর্বপ্রস্তুতি হিসেবে আজ রোববার (৪ মে) রাত ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত আধঘণ্টার জন্য এই এলাকার সব আলো বন্ধ রাখা হয়। অন্যদিকে, সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তের
১২ ঘণ্টা আগেইসরায়েলের ধারাবাহিক অবরোধ এবং শিশুখাদ্য, পুষ্টিকর উপাদান ও মানবিক সহায়তা প্রবেশে নিষেধাজ্ঞার ফলে গাজায় পাঁচ বছরের কম বয়সী সাড়ে তিন হাজারের বেশি শিশুর মৃত্যু হতে যাচ্ছে। এ ছাড়াও প্রায় ২ লাখ ৯০ হাজার শিশু ‘মৃত্যুর দ্বারপ্রান্তে’ বলে জানিয়েছে অবরুদ্ধ গাজা প্রশাসন।
১৩ ঘণ্টা আগেপেহেলগাম হামলার জেরে ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘আগ্রাসী’ আখ্যা দিয়ে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) তুলতে চায় পাকিস্তান। এ বিষয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে ‘ব্রিফ করার’ সিদ্ধান্ত নিয়েছে।
১৩ ঘণ্টা আগে