গাজায় আগ্রাসন চালিয়ে নির্বিচারে মানুষ মারার পাশাপাশি অপর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে জমি দখল অব্যাহত রেখে ইসরায়েল। দেশটির মানবাধিকার সংগঠন পিস নাউয়ের হিসাব অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় ২ হাজার ৭৫০ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল চলতি বছরই নয়, ইসরায়েল সরকার ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে পশ্চিম তীরের গভীরে অন্তত ৫ হাজার ৯০০ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে। যাতে এসব এলাকায় নির্বিঘ্নে ইসরায়েলিদের জন্য বসতি গড়ে তোলা যায়।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে পশ্চিম তীরের ২ হাজার ৭৪৩ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এর মধ্যে ২ হাজার একর জমি জর্ডান উপত্যকায়, ৬৫০ একর জমি আবু দিস এলাকায় এবং ৪৩ একর জমি দক্ষিণ পশ্চিম তীরের হেরোদিয়ান ন্যাশনাল পার্কে অবস্থিত।
পিস নাউয়ের তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম তিন মাসে যে পরিমাণ জমি দখল করেছে ইসরায়েল, তা এই রাষ্ট্রটির যেকোনো বছর দখল করা ফিলিস্তিনি জমির ক্ষেত্রে একটি রেকর্ড। এর আগে, ১৯৯৯ সালে ইসরায়েল সরকার ১ হাজার ২৮৫ একর জমি খাসজমি ঘোষণা দিয়ে দখল করেছিল।
গাজায় আগ্রাসন চালিয়ে নির্বিচারে মানুষ মারার পাশাপাশি অপর ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে জমি দখল অব্যাহত রেখে ইসরায়েল। দেশটির মানবাধিকার সংগঠন পিস নাউয়ের হিসাব অনুসারে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরে ইসরায়েল সরকার প্রায় ২ হাজার ৭৫০ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল চলতি বছরই নয়, ইসরায়েল সরকার ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে বিভিন্ন সময়ে পশ্চিম তীরের গভীরে অন্তত ৫ হাজার ৯০০ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে। যাতে এসব এলাকায় নির্বিঘ্নে ইসরায়েলিদের জন্য বসতি গড়ে তোলা যায়।
হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুতে পশ্চিম তীরের ২ হাজার ৭৪৩ একর জমি খাসজমি হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল সরকার। এর মধ্যে ২ হাজার একর জমি জর্ডান উপত্যকায়, ৬৫০ একর জমি আবু দিস এলাকায় এবং ৪৩ একর জমি দক্ষিণ পশ্চিম তীরের হেরোদিয়ান ন্যাশনাল পার্কে অবস্থিত।
পিস নাউয়ের তথ্য অনুসারে, ২০২৪ সালের প্রথম তিন মাসে যে পরিমাণ জমি দখল করেছে ইসরায়েল, তা এই রাষ্ট্রটির যেকোনো বছর দখল করা ফিলিস্তিনি জমির ক্ষেত্রে একটি রেকর্ড। এর আগে, ১৯৯৯ সালে ইসরায়েল সরকার ১ হাজার ২৮৫ একর জমি খাসজমি ঘোষণা দিয়ে দখল করেছিল।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৬ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে