গত গ্রীষ্মেই বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারে পৌঁছেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই এই দাম কমে আসছিল। এখন ইসরায়েল-ফিলিস্তিনের রক্তক্ষয়ী সংঘর্ষের জের ধরে দামের বিষয়টি আবার উল্টোদিকে মোড় নিয়েছে।
সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অন্তত পাঁচ শতাংশ বেড়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিবাদমান গাজা অঞ্চলে কোনো তেল উৎপাদিত হয় না এবং ইসরায়েলেও খুব অল্প পরিমাণে তেল উৎপাদিত হয়। তবে যুদ্ধ ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে এর বড় প্রভাব পড়বে। বিশেষ করে ইরান এই যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আর এমনটি হলে নিশ্চিতভাবে বিশ্ব বাজারে তেলের দামে বড় প্রভাব পড়বে। কারণ তেল উৎপাদনে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হলো ইরান।
কোনো কোনো বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তেলের বাজারে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল—ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে তার চেয়েও বড় প্রভাব পড়বে।
সিটি ইনভেস্টমেন্ট রিসার্চ এক বিবৃতিতে বলেছে, ‘যে কোনো যুদ্ধের সম্প্রসারণ তেলের বাজারে সম্ভাব্য প্রভাব ফেলবে।’
সোমবার লেনদেনের শুরুতে এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ।
অথচ তিন দিন আগে এই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার ছিল বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে এই তেলের দাম উঠেছিল ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৬৯ ডলার, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।
গত গ্রীষ্মেই বিশ্ববাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ১০০ ডলারে পৌঁছেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই এই দাম কমে আসছিল। এখন ইসরায়েল-ফিলিস্তিনের রক্তক্ষয়ী সংঘর্ষের জের ধরে দামের বিষয়টি আবার উল্টোদিকে মোড় নিয়েছে।
সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অন্তত পাঁচ শতাংশ বেড়ে গেছে।
বিশেষজ্ঞরা বলছেন, বিবাদমান গাজা অঞ্চলে কোনো তেল উৎপাদিত হয় না এবং ইসরায়েলেও খুব অল্প পরিমাণে তেল উৎপাদিত হয়। তবে যুদ্ধ ছড়িয়ে পড়লে মধ্যপ্রাচ্যে এর বড় প্রভাব পড়বে। বিশেষ করে ইরান এই যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করতে পারে। আর এমনটি হলে নিশ্চিতভাবে বিশ্ব বাজারে তেলের দামে বড় প্রভাব পড়বে। কারণ তেল উৎপাদনে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হলো ইরান।
কোনো কোনো বিশেষজ্ঞ আশঙ্কা করছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে তেলের বাজারে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল—ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে তার চেয়েও বড় প্রভাব পড়বে।
সিটি ইনভেস্টমেন্ট রিসার্চ এক বিবৃতিতে বলেছে, ‘যে কোনো যুদ্ধের সম্প্রসারণ তেলের বাজারে সম্ভাব্য প্রভাব ফেলবে।’
সোমবার লেনদেনের শুরুতে এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ দশমিক ৯৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ৮৮ দশমিক ৭৬ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অর্থাৎ দাম বেড়েছে প্রায় ৪ দশমিক ৯৪ শতাংশ।
অথচ তিন দিন আগে এই তেলের দাম ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৫৮ ডলার ছিল বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববাজারে এই তেলের দাম উঠেছিল ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৬৯ ডলার, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৩৭ মিনিট আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
২ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৪ ঘণ্টা আগে