Ajker Patrika

ইসরায়েলের বিমান হামলায় সেভ দ্য চিলড্রেনের গাজা টিম যোগাযোগবিচ্ছিন্ন 

ইসরায়েলের বিমান হামলায় সেভ দ্য চিলড্রেনের গাজা টিম যোগাযোগবিচ্ছিন্ন 

গাজায় ইসরায়েলি সেনার বোমা বর্ষণের কারণে দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা ‘সেভ দ্য চিলড্রেন’। গতকাল শনিবার সংস্থাটি বলে ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা গাজায় দলের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। 

গতকাল শনিবার সেভ দ্য চিলড্রেনের ফিলিস্তিন বিষয়ক পরিচালক জেসন লি বলেন মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ প্ল্যাটফর্ম (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, গাজায় এটাই তাদের দীর্ঘতম যোগাযোগ বিচ্ছিন্নতা। প্রায় ৪৮ ঘণ্টা ধরে গাজায় কোনো ধরনের যোগাযোগ স্থাপন করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ করতে পারছি না এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কেও জানতে পারছি না। সেখানে সহায়তার প্রয়োজন বিপজ্জনক স্তরে পৌঁছে গেছে।’ জেসন লি এটাকে সমষ্টিগত শাস্তি বলে উল্লেখ করেছেন।  

ইসরায়েল গাজা উপত্যকায় বিমান ও স্থল বোমা হামলা চালিয়েছে, অবরুদ্ধ করেছে এবং বর্বরোচিত স্থলাভিযান চালিয়েছে। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস বাহিনীর ইসরায়েলে নজিরবিহীন হামলার জবাবে  এ হামলা চালানো শুরু করে ইসরায়েল। 

হামাস–ইসরায়েল যুদ্ধে অন্তত ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। এতে আহতের সংখ্যাও ৫১ হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।  

গত ৭ অক্টোবর হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয় এবং এখন পর্যন্ত ১৩০ জন গাজায় জিম্মি অবস্থায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত