Ajker Patrika

হুতিদের লক্ষ্য করে ইয়েমেনের রাজধানীতে আবারও মার্কিন হামলা 

হুতিদের লক্ষ্য করে ইয়েমেনের রাজধানীতে আবারও মার্কিন হামলা 

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে দেশটির রাজধানী সানায় দ্বিতীয় দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী। মার্কিন সশস্ত্র বাহিনীর দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হুতি গোষ্ঠীও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইয়েমেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলাকে ‘অন্য দেশে নির্বিচার সশস্ত্র আগ্রাসন’ বলে আখ্যা দিয়েছে রাশিয়া। 

মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুসারে, স্থানীয় সময় আজ শনিবার ভোরে ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে মার্কিন সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে। মূলত হুতিদের একটি রাডার সাইটকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি। 

ওই দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে অন্তত ডজন খানিক হামলা চালানো হয়েছে। তবে এসব হামলার মূল লক্ষ্য ছিল, হুতিদের রাডার অবকাঠামো যা—লোহিত সাগর দিয়ে চলাচল করা জাহাজের ওপর নজরদারি করতে ব্যবহৃত হয়। তবে হামলা সফল হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য তাঁরা জানাননি। 

মার্কিন সশস্ত্রবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, ‘স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ৪৫ মিনিটে মার্কিন বাহিনী ইয়েমেনের একটি হুতি রাডার সাইটে হামলা চালায়। এই হামলাটি আগের দিনের হামলার সঙ্গে সম্পর্কিত—মূলত এটি একটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পরবর্তী ধারাবাহিক হামলার অংশ।’ 

হুতি নিয়ন্ত্রিত সম্প্রচারমাধ্যম আল-মাসিরাহ এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইয়েমেনের রাজধানী সানাকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। 

এদিকে, গত শুক্রবার ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চালানো হামলাকে ‘অন্য দেশে নির্বিচার সশস্ত্র আগ্রাসন’ চালানো বলে আখ্যা দিয়েছে রাশিয়া। জাতিসংঘের নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই আখ্যা দেন। তিনি বলেন, ‘এই দেশগুলো ইয়েমেনি ভূখণ্ডে ব্যাপক হামলা চালিয়েছে। আমি দেশের মধ্যে কোনো গোষ্ঠীর ওপর আক্রমণের কথা বলছি না বরং পুরো দেশের জনগণের ওপর আক্রমণের কথা বলছি।’ 

এর আগে, গতকাল শুক্রবার ইঙ্গ-মার্কিন জোট বলে পরিচিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালায়। হুতিদের এক বিবৃতিতে বলা হয়, সানায় হামলায় পাশাপাশি সাদা, দামার শহর এবং হোদেইদাহ গভর্নরেটে হামলা চালিয়েছে মার্কিন-ইহুদিবাদী-ব্রিটিশ চক্র। 

অপরদিকে, মার্কিন সশস্ত্র বাহিনী গতকাল বৃহস্পতিবার জানিয়েছে—গত ১৯ নভেম্বরের পর থেকে হুতি বাহিনী লোহিত সাগর ও এডেন উপসাগরে অন্তত ২৭টি হামলা চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এসব হামলাকে সরাসরি যুক্তরাষ্ট্রের ওপর হামলা বলে অভিহিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত