Ajker Patrika

আরও ৬১ মার্কিন নাগরিকের ওপর ইরানের নিষেধাজ্ঞা

আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৩: ১০
আরও ৬১ মার্কিন নাগরিকের ওপর ইরানের নিষেধাজ্ঞা

ইরানের ভিন্ন মতাবলম্বী গোষ্ঠীকে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ ৬১ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। স্থানীয় সময় শনিবার এক বিবৃতির মাধ্যমে তেহরান এ নিষেধাজ্ঞার খবর দিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নির্বাসিত ভিন্নমতাবলম্বী গোষ্ঠী মুজাহিদীন-ই-খালককে (এমইকে) সমর্থন জানানোর জন্য তাঁদের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় আরও রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অ্যাটর্নি রুডি জিউলিয়ান এবং হোয়াইট হাউসের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। 

সম্প্রতি এমইকের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন জিউলিয়ান, পম্পেও, বোল্টনসহ আরও অনেক রিপাবলিকান নেতা। এতে ক্ষুব্ধ হয়েছে ইরান। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর শেষ হওয়ার পরই ইরানের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা এল। এর আগেও কয়েক ডজন মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইরান। এ নিষেধাজ্ঞার ফলে ইরানে থাকা তাদের যেকোনো সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে ইরান সরকার। গত জানুয়ারিতে ৫১ মার্কিন নাগরিক এবং এপ্রিলে ২৪ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ইরান। 

২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা নভেম্বরে ভিয়েনায় শুরু হয়েছিল এবং জুন মাসে কাতারেও এ ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরে আলোচনা থেমে আছে। 

২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প চুক্তিটি বাতিল করেছিলেন এবং ইরানের ওপর কঠোর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। 

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্র তার নাগরিকদের স্বার্থে অবশ্যই কাজ করবে। আমরা আমাদের সংকল্পে ঐক্যবদ্ধ এবং ইরানের যেকোনো আক্রমণের জবাব দিতে আমরা আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে নিয়ে কাজ করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত