Ajker Patrika

আবুধাবিতে ৭৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১১: ০৭
র‍্যাফেল ড্র-এর উপস্থাপকদের ফোন কলে বেলালকে পাওয়া যায়নি। ছবি: গালফ নিউজের সৌজন্যে
র‍্যাফেল ড্র-এর উপস্থাপকদের ফোন কলে বেলালকে পাওয়া যায়নি। ছবি: গালফ নিউজের সৌজন্যে

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট র‍্যাফেল ড্রতে ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ কোটি টাকা) জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। ভাগ্যবান এই ব্যক্তির নাম মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলাল। তিনি আবুধাবিতেই বসবাস করেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বিগ টিকিটের ইতিহাসে অন্যতম বৃহৎ এই জ্যাকপট। তবে র‍্যাফেল ড্র-এর উপস্থাপক রিচার্ড এবং বুশরার ফোন কলে বেলালকে পাওয়া যায়নি। তাঁর বিজয়ী টিকিট নম্বর ০৬১০৮০। গত ২৪ জুন টিকিটটি কিনেছিলেন বেলাল।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মোহাম্মদ নাসের মোহাম্মদ বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাবে।

উল্লেখ্য, গত মাসে অনুষ্ঠিত ২৭৫ নম্বর ড্র সিরিজে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছিলেন সংযুক্ত আরব আমিরাতের নাগরিক মোবারক গারিব রাশেদ সালেম আল ধাহেরি। এ ছাড়া, সাপ্তাহিক ই-ড্রতে দেড় লাখ দিরহাম পুরস্কার বিজয়ীদের মধ্যে ছিলেন আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ চৌধুরী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক নারীকে স্ত্রী দাবি করে দুই পুরুষের টানাটানি, শেষে ৩ জনই কারাগারে

১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ ইবির এক ছাত্রীর বিরুদ্ধে

ড. ইউনূসের সফরসঙ্গী হয়েও ফখরুল–আখতাররা ভিভিআইপি সুবিধা পাননি কেন—জানাল প্রেস উইং

মার্কা শাপলাই হতে হবে, না হলে নির্বাচন কীভাবে হয় দেখে নেব: সারজিস আলম

ইসির তালিকায় ‘শাপলা’ নেই, বিকল্প প্রতীক নিতে হবে এনসিপিকে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত