Ajker Patrika

ইসরায়েলি জাহাজে হামলা চালাতে পারে ইয়েমেনের হুতি গোষ্ঠী

ইসরায়েলি জাহাজে হামলা চালাতে পারে ইয়েমেনের হুতি গোষ্ঠী

লোহিত সাগর ও বাব আল–মান্দেব প্রণালিতে ইসরায়েলি জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। 

গতকাল মঙ্গলবার এক হুতি নেতা ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি দেন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।

এক টেলিভিশন ভাষণে হুতি নেতা আবদুল মালিক বলেন, ‘লোহিত সাগরে, বিশেষ করে বাব আল-মান্দাব এবং ইয়েমেনের আঞ্চলিক জলসীমার কাছে যে কোনো ইসরায়েলি জাহাজকে ক্রমাগত পর্যবেক্ষণ ও অনুসন্ধানের জন্য আমাদের চোখ সর্বক্ষণিক খোলা রয়েছে।’

চলতি মাসে সংগঠনটি ইসরায়েলের বিরুদ্ধে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এতে ইসরায়েল ও ফিলিস্তিনি হামাস গোষ্ঠীর যুদ্ধ বৃহত্তর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি স্পষ্ট হয়ে উঠছে। 

২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে আসছে হুতিরা। সংগঠনটি আরব উপদ্বীপে হাজার হাজার যোদ্ধা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোনের বিশাল অস্ত্রাগারসহ এক প্রধান সামরিক বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে। 

গোষ্ঠীটি ইয়েমেনের উত্তরাঞ্চল ও এর লোহিত সাগরের উপকূল নিয়ন্ত্রণ করে। 

গত ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালানোর পর ১ হাজার ২০০ জন নিহতের পর থেকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের ক্ষেত্রে ওয়াশিংটন বিশেষ সতর্কতা অবলম্বন করছে। 

তখন থেকে গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুসারে, ইসরায়েল হামলায় গত শুক্রবার পর্যন্ত ১১ হাজার ৭৮ জনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত