Ajker Patrika

সিরিয়ায় ধ্বংসস্তূপে জন্ম নেওয়া শিশুটিকে দত্তক নিতে হাজারো আবেদন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ২৮
সিরিয়ায় ধ্বংসস্তূপে জন্ম নেওয়া শিশুটিকে দত্তক নিতে হাজারো আবেদন

ভয়াবহ ভূমিকম্পের পর সিরিয়ার ধ্বংসস্তূপে জন্ম নেওয়া নবজাতককে দত্তক নিতে হাজার হাজার আবেদন জমা পড়েছে। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জিনদায়ার্স শহরে ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপে জন্ম শিশুটির। সদ্যোজাত শিশুটির মা কিংবা পরিবারের অন্য কেউ বেঁচে নেই।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুটির নাম রাখা হয়েছে আয়া। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির দেখাশোনা করা শিশুরোগ বিশেষজ্ঞ হানি মারুফ জানিয়েছেন, ‘সোমবার যখন হাসপাতালে নিয়ে আসা হয়, তখন তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়েছিল। গায়ে ক্ষত ছিল, ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিল। তবে শিশুটির অবস্থা এখন অনেকটা স্থিতিশীল।’ 

হাসপাতালের ব্যবস্থাপক খালিদ আত্তিয়াহ জানান, চার মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে তাঁর। আত্তিয়াহর স্ত্রী আয়াকে বুকের দুধ খাওয়াচ্ছেন বলে জানান তিনি। 

আত্তিয়াহ বলেন, তিনি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ফোনকল পেয়েছেন, যাঁরা শিশু আয়াকে দত্তক নিতে চান। তবে এখনই দত্তক দেওয়া হবে না উল্লেখ করে আত্তিয়াহ বলেন, ‘এখনই দত্তক দেওয়া হবে না আয়াকে। ওর কোনো আত্মীয়স্বজন না পেলে তারপর ভেবে দেখব। এখন ও আমার সন্তানের মতোই থাকবে।’ 

সদ্য জন্ম নেওয়া নবজাতককে হাতে নিয়ে দৌড়ে আসছেন এক উদ্ধারকর্মীএ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও শিশু আয়াকে দত্তক নেওয়ার জন্য হাজারো মানুষ আবেদন করেছেন। একজন লিখেছেন, ‘আমি শিশুটিকে দত্তক নিতে চাই এবং তাকে একটি সুন্দর জীবন দিতে চাই।’ কুয়েতের এক টেলিভিশন উপস্থাপক লিখেছেন, ‘আমি তাকে দত্তক নেওয়া ও দেখভালের জন্য প্রস্তুত, যদি নিয়মকানুন মেনে আমাকে দেওয়া হয়।’ 

সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া নবজাতককে হাতে নিয়ে দৌড়ে আসছেন এক উদ্ধারকর্মী। সে সময় আরেক উদ্ধারকর্মীকে কাপড় এগিয়ে দিতে দেখা যায়। ভিডিওটি আলেপ্পোর আফরিন জেলার জিনদায়ার্স শহরের।

নবজাতকটির এক দূর সম্পর্কের আত্মীয় খলিল আল-সুওয়াদি জানান, আয়াকে উদ্ধারের সময় তিনি সেখানে ছিলেন এবং আফরিনের হাসপাতালে চিকিৎসক মারুফের কাছে নিয়ে যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত