ইরানে নিরাপত্তারক্ষীদের মারধরের শিকার হয়ে আরও এক তরুণীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর ইরানের আলবুর্জ প্রদেশের গুহারদাশতে ওই তরুণীর মৃত্যু হয়েছে। ১৬ বছর বয়সী সারিনা ইসমাইলজাদে নামে ওই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে বেশ জনপ্রিয় ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে গেলে সেখানকার নিরাপত্তারক্ষীরা তাঁকে ব্যাটন দিয়ে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে এই বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সারিনার পরিবারকে তাঁর মৃত্যুর বিষয়টি চেপে যেতে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ‘ভয়াবহ হুমকি এবং চাপের’ মুখোমুখি হতে হয়েছে। তবে ইরানের নিরাপত্তা বাহিনী বিষয়টি অস্বীকার করেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরান নিউজ এক প্রতিবেদনে বলেছে, আলবুর্জ প্রদেশের প্রধান বিচারপতি বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তরুণী আত্মহত্যা করেছেন। তিনি একটি পাঁচতলা উঁচু ভবনের ছাদ থেকে লাফ দিলে তাঁর মৃত্যু হয়। তাঁর মানসিক অবস্থা স্বাভাবিক নয় বলে তার চিকিৎসার অতীত ইতিহাস থেকে জানা গেছে।’ স্থানীয় সময় আজ শুক্রবার সারিনার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই দেশটির নেট দুনিয়ায় তাঁর মৃত্যুর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
এদিকে ইরানের ফরেনসিক বিভাগ জানিয়েছে, কোনো ধরেন হাতাহাতি বা মারপিটের কারণে মাশা আমিনির মৃত্যু হয়নি। তাঁর মৃত্যু হয়েছে শারীরিক অসুস্থতার কারণে। ফরেনসিক অর্গানাইজেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু তাঁর মাথায় কিংবা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে গুরুতর আঘাতের কারণে হয়নি।’ ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু আট বছর বয়সে তাঁর মস্তিষ্কে টিউমার অপসারণে করা একটি সার্জারির সঙ্গে যুক্ত।’
ইরানে নিরাপত্তারক্ষীদের মারধরের শিকার হয়ে আরও এক তরুণীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি জানিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর ইরানের আলবুর্জ প্রদেশের গুহারদাশতে ওই তরুণীর মৃত্যু হয়েছে। ১৬ বছর বয়সী সারিনা ইসমাইলজাদে নামে ওই তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে বেশ জনপ্রিয় ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে এক বিক্ষোভ মিছিলে গেলে সেখানকার নিরাপত্তারক্ষীরা তাঁকে ব্যাটন দিয়ে পিটিয়ে হত্যা করে।
স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে এই বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, সারিনার পরিবারকে তাঁর মৃত্যুর বিষয়টি চেপে যেতে নিরাপত্তা বাহিনীর কাছ থেকে ‘ভয়াবহ হুমকি এবং চাপের’ মুখোমুখি হতে হয়েছে। তবে ইরানের নিরাপত্তা বাহিনী বিষয়টি অস্বীকার করেছে।
ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরান নিউজ এক প্রতিবেদনে বলেছে, আলবুর্জ প্রদেশের প্রধান বিচারপতি বলেছেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই তরুণী আত্মহত্যা করেছেন। তিনি একটি পাঁচতলা উঁচু ভবনের ছাদ থেকে লাফ দিলে তাঁর মৃত্যু হয়। তাঁর মানসিক অবস্থা স্বাভাবিক নয় বলে তার চিকিৎসার অতীত ইতিহাস থেকে জানা গেছে।’ স্থানীয় সময় আজ শুক্রবার সারিনার মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকেই দেশটির নেট দুনিয়ায় তাঁর মৃত্যুর বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।
এদিকে ইরানের ফরেনসিক বিভাগ জানিয়েছে, কোনো ধরেন হাতাহাতি বা মারপিটের কারণে মাশা আমিনির মৃত্যু হয়নি। তাঁর মৃত্যু হয়েছে শারীরিক অসুস্থতার কারণে। ফরেনসিক অর্গানাইজেশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু তাঁর মাথায় কিংবা শরীরের অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে গুরুতর আঘাতের কারণে হয়নি।’ ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘মাশা আমিনির মৃত্যু আট বছর বয়সে তাঁর মস্তিষ্কে টিউমার অপসারণে করা একটি সার্জারির সঙ্গে যুক্ত।’
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৮ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৯ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৯ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
১০ ঘণ্টা আগে