Ajker Patrika

ইরান-ইসরায়েল সংঘাতে জড়ালে লোহিতসাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি হুতিদের

আজকের পত্রিকা ডেস্ক­
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরান-ইসরায়েল চলমান সংঘাত নবম দিনে গড়িয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের পক্ষে সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে লোহিতসাগরে মার্কিন জাহাজগুলোতে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি বিদ্রোহীদের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আজ শনিবার প্রকাশিত এই বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে ইরানকে লক্ষ্য করে হামলা চালায়, তাহলে লোহিতসাগরে মার্কিন সামরিক ও বাণিজ্যিক জাহাজগুলো আমাদের হামলার লক্ষ্যে পরিণত হবে।’

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে হুতি বিদ্রোহী ও যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছিল। এই চুক্তির আওতায় উভয় পক্ষ একে অন্যকে লক্ষ্য করে কোনো হামলা চালাবে না বলে সম্মত হয়। তবে এর আগেও গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় লোহিতসাগরে ইসরায়েলি একাধিক জাহাজে হামলা চালিয়েছে হুতিরা।

ইসরায়েল দাবি করেছে, তারা ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিন শাখার প্রধান সাঈদ ইজাদিকে কওম শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হত্যাকাণ্ডকে ‘ইসরায়েলি গোয়েন্দা ও বিমানবাহিনীর বড় সাফল্য’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, হামাসের ৭ অক্টোবরের হামলার আগে ইজাদি অর্থ ও অস্ত্র সরবরাহ করেছিল।

অন্যদিকে, ইরানি সরকারি সংবাদমাধ্যম নূর নিউজ জানায়, ইসরায়েলি হামলায় খোররামাবাদে পাঁচজন রেভল্যুশনারি গার্ডস সদস্য নিহত হয়েছেন। তবে ইজাদির মৃত্যুর ব্যাপারে তারা কিছু জানায়নি।

১৩ জুন থেকে অপারেশন ‘রাইজিং লায়ন’-এর আওতায় ইরানে হামলা চালাতে শুরু করে ইসরায়েল। তেল আবিবের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে। তবে ইরান বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক। অন্যদিকে, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কখনো স্বীকার না করলেও ধারণা করা হয়, দেশটির কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে।

এদিকে, আজ ইরানের ইস্পাহানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। তবে সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না।

ইরানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৩০ জন নিহত ও ৩ হাজার ৫০০ জন আহত হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে, ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

তাহসান তো জিহাদিদের মতোই কথা বললেন: তসলিমা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত