মধ্য সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় একজন বেসামরিক নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া এই হামলায় এক শিশুসহ সাতজন আহত হয়েছেন এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
সানা জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে সিরিয়ার মধ্যাঞ্চলের কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইসরায়েলি শত্রুরা বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত বুধবার ভোরে সীমান্তের ওপর থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এটি ছিল সিরিয়ায় দ্বিতীয় হামলা।
বেসরকারি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সেনা রয়েছেন, যাঁদের জাতীয়তা জানা যায়নি। লন্ডনভিত্তিক এই সংস্থা আরও বলেছে, ইসরায়েলের যুদ্ধবিমান সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ এলাকায় অস্ত্রের ডিপোতে এবং ইরানের সাইটগুলোতে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এএফপি এ ব্যাপারে জানতে চাইলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা বিদেশি গণমাধ্যমে কোনো মন্তব্য করে না। তবে এ হামলার পর সিরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১১ সালের পর থেকে শতাধিক হামলা হয়েছে। বিশেষ করে সরকারি স্থাপনা এবং ইরান সমর্থিত বাহিনী ও হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল প্রায়ই হামলা চালায়।
গত মার্চ মাসে ইরানের বিপ্লবী গার্ড কর্পস বলেছিল, ইসরায়েলি রকেট হামলায় সিরিয়ায় দুই গার্ড অফিসার নিহত হয়েছেন। ইরান জানিয়েছে, তারা দামেস্কের আমন্ত্রণে শুধু উপদেষ্টা হিসেবে সিরিয়ায় তাদের বাহিনী মোতায়েন করেছে।
এদিকে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এটি মূলত রাশিয়া নিয়ন্ত্রণ করে থাকে। এ সপ্তাহে ইসরায়েলের সঙ্গে মস্কোর সম্পর্কের আরও অবনতি হয়েছে। কারণ ইসরায়েল অব্যাহতভাবে ইউক্রেনকে সমর্থন জানিয়ে যাচ্ছে।
মধ্য সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় একজন বেসামরিক নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া এই হামলায় এক শিশুসহ সাতজন আহত হয়েছেন এবং কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
সানা জানিয়েছে, গতকাল শুক্রবার রাতে সিরিয়ার মধ্যাঞ্চলের কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইসরায়েলি শত্রুরা বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত বুধবার ভোরে সীমান্তের ওপর থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ার পর এটি ছিল সিরিয়ায় দ্বিতীয় হামলা।
বেসরকারি পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সেনা রয়েছেন, যাঁদের জাতীয়তা জানা যায়নি। লন্ডনভিত্তিক এই সংস্থা আরও বলেছে, ইসরায়েলের যুদ্ধবিমান সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ এলাকায় অস্ত্রের ডিপোতে এবং ইরানের সাইটগুলোতে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এএফপি এ ব্যাপারে জানতে চাইলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা বিদেশি গণমাধ্যমে কোনো মন্তব্য করে না। তবে এ হামলার পর সিরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১১ সালের পর থেকে শতাধিক হামলা হয়েছে। বিশেষ করে সরকারি স্থাপনা এবং ইরান সমর্থিত বাহিনী ও হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েল প্রায়ই হামলা চালায়।
গত মার্চ মাসে ইরানের বিপ্লবী গার্ড কর্পস বলেছিল, ইসরায়েলি রকেট হামলায় সিরিয়ায় দুই গার্ড অফিসার নিহত হয়েছেন। ইরান জানিয়েছে, তারা দামেস্কের আমন্ত্রণে শুধু উপদেষ্টা হিসেবে সিরিয়ায় তাদের বাহিনী মোতায়েন করেছে।
এদিকে ইসরায়েলের গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সিরিয়ার আকাশসীমায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এটি মূলত রাশিয়া নিয়ন্ত্রণ করে থাকে। এ সপ্তাহে ইসরায়েলের সঙ্গে মস্কোর সম্পর্কের আরও অবনতি হয়েছে। কারণ ইসরায়েল অব্যাহতভাবে ইউক্রেনকে সমর্থন জানিয়ে যাচ্ছে।
জাপানের জনপ্রিয় কনভেনিয়েন্স চেইন ‘মিনিস্টপ’-এ খাবারের মেয়াদ জালিয়াতির ঘটনা প্রকাশ পাওয়ার পর প্রায় ১ হাজার ৬০০ শাখায় রান্না করা সব ধরনের খাবার বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্টোরটি।
৪ ঘণ্টা আগেমালয়েশিয়ার তেরেংগানু প্রদেশে মুসলিম পুরুষদের জন্য শুক্রবারের জুমার নামাজে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। আর এ নিয়ম ভাঙলে শাস্তির বিধানও ঘোষণা করা হয়েছে। নতুন আইনে বলা হয়েছে, কোনো যৌক্তিক কারণ ছাড়া জুমার নামাজ বাদ দিলে মুসলিম পুরুষদের দুই বছরের কারাদণ্ড কিংবা সর্বোচ্চ তিন হাজার রিঙ্গিত (৮৬ হাজার টাকা)
৬ ঘণ্টা আগেআলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে ইউরোপীয় নেতাদের উপস্থিতিতে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁদের আলোচনা যতটা প্রীতিময় ছিল, বাস্তব সমাধানের দিক থেকে ততটাই শূন্য। কূটনৈতিক ভঙ্গিমা, পোশাক-পরিচ্ছদ ও সৌহার্দ্যপূর্ণ আবহে বৈঠক চ
৭ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ও ভিয়েতনামের ওপর পাল্টা শুল্ক আরোপ করায় উইগ ও উইভ তৈরিতে ব্যবহৃত হেয়ার এক্সটেনশন ও আঠার দাম অনেক বেড়ে গেছে। কৃষ্ণাঙ্গ সৌন্দর্য পণ্যের বড় অংশই এই দুই দেশ থেকে আমদানি করা হয়।
৭ ঘণ্টা আগে