সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর টানা ৩০ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার পরে ক্লান্ত হয়ে পড়েছেন আহমেদ আল-মাসরি নামের একজন চিকিৎসক। তিনি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আফরিনের একটি হাসপাতালে কর্মরত রয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাঁর মর্মস্পর্শী অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবিসির কাছে আহমেদ আল-মাসরি বলেন, ‘এমন পরিস্থিতিতে ডাক্তার হওয়াটাই সবচেয়ে ভয়াবহ ব্যাপার। ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করা সাত বছর বয়সী এক শিশুকে আমার কাছে আনা হয়। কেন জানি না, তার মুখের দিকে তাকাতে পারছিলাম না। আমার কান্না আসছিল।’
সাত বছর বয়সী শিশুটির নাম মোহাম্মদ। তাকে একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ খুঁড়ে বের করে হাসপাতালে আনা হয়েছিল। উদ্ধারকারীরা জানিয়েছে, তারা শিশুটিতে তার বাবার মৃতদেহের পাশে পড়ে থাকতে দেখেছিল। ওই ধ্বংসস্তূপের নিচে শিশুটির মা ও ভাইবোনসহ সবাই চাপা পড়ে মারা গেছেন। শুধু অলৌকিকভাবে শিশুটি বেঁচে গেছে।
ডা. মাসরি আফরিন শহরের আল শিফা হাসপাতালের একজন আবাসিক সার্জন। হাসপাতালটি দাতব্য সংস্থা সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটির মাধ্যমে পরিচালিত হয়। ডা. মাসরি বলেছেন, ভূমিকম্পের পরপরই প্রায় ২০০ আহত ব্যক্তিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর একটানা ৩০ ঘণ্টা তিনি আহত রোগীদের সেবা দিয়েছেন।
ডা. মারসি তাঁর মর্মস্পর্শী অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, উদ্ধারকারীরা ১৮ মাস বয়সী একটি শিশুকে নিয়ে এসেছিল। সে মোটামুটি সুস্থই ছিল। কিন্তু শিশুটির সঙ্গে তার মা-বাবা কেউ ছিল না। হঠাৎ খেয়াল করলাম, তার বাবা দৌড়ে এসে শিশুটিকে জড়িয়ে ধরে কাঁদে শুরু করলেন। পরে বাবাটি জানান, তার পরিবারের সবাই ভূমিকম্পে মারা গেছে, হাসপাতালের করিডরে তাদের শুইয়ে রাখা হয়েছে। শুধু এই শিশুটিই বেঁচে আছে।
ভূমিকম্পের পরে এত বেশি আহত ব্যক্তি আসতে শুরু করে যে, হাসপাতালে কর্মীরা হতবাক হয়ে পড়েছিলেন। একসঙ্গে এত রোগী তাঁরা কখনো দেখেননি। ডা. মারিস বলেন, ‘আমি কখনোই কল্পনা করিনি যে একটি ভূমিকম্প এত বেশি ক্ষতির কারণ হতে পারে। এত বেশি রোগী নিয়ে আসতে পারে।’
এর আগে ২০১৩ সালে তিনি একটি ফিল্ড হাসপাতালে কাজ করতেন। সেই সময় সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। সেই হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছিল এবং হাজার হাজার আহত হয়েছিল। তখন ডা. মারসিকে অনেক রোগী সামলাতে হয়েছে। তবে এই ভূমিকম্পের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকেও ম্লান করে দিয়েছে।
ডা. মারসি বলেন, সেই সময়ে আমরা মোটামুটি প্রস্তুত ছিলাম যে অনেক রোগী আসবে। সে কারণে দ্রুত নিজেদের সংগঠিত করতে পেরেছিলাম। কিন্তু এখন আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বিপর্যয়টা আকস্মিক ও পরিস্থিতিতে অত্যন্ত ভয়াবহ।
হাসপাতালের সীমাবদ্ধতা উল্লেখ করে ডা. মারসি বলেন, ‘অনেকের আঘাত এমন গুরুতর যে কোনো একটি অঙ্গ কেটে ফেলা দরকার। কিন্তু আমাদের হাসপাতালে সেই ধরনের ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে ডাক্তার হওয়াটাই সবচেয়ে বাজে ব্যাপার। আপনার চোখের সামনে একজন যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু আপনি তাকে বাঁচাতে পারছেন না। এর চেয়ে বাজে অনুভূতি আর হয় না।’
গত সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্ব দিকে ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন হয়, তখন বেশির ভাগ মানুষ ঘুমাচ্ছিল। শক্তিশালী এই ভূমিকম্প পার্শ্ববর্তী দেশ সিরিয়ায়ও আঘাত হানে। এখন পর্যন্ত উভয় দেশে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এর মধ্যে তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও বহু মানুষ চাপা পড়ে আছে বলে উদ্ধারকারীদের ধারণা।
সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের পর টানা ৩০ ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়ার পরে ক্লান্ত হয়ে পড়েছেন আহমেদ আল-মাসরি নামের একজন চিকিৎসক। তিনি সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর আফরিনের একটি হাসপাতালে কর্মরত রয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাঁর মর্মস্পর্শী অভিজ্ঞতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
বিবিসির কাছে আহমেদ আল-মাসরি বলেন, ‘এমন পরিস্থিতিতে ডাক্তার হওয়াটাই সবচেয়ে ভয়াবহ ব্যাপার। ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করা সাত বছর বয়সী এক শিশুকে আমার কাছে আনা হয়। কেন জানি না, তার মুখের দিকে তাকাতে পারছিলাম না। আমার কান্না আসছিল।’
সাত বছর বয়সী শিশুটির নাম মোহাম্মদ। তাকে একটি ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপ খুঁড়ে বের করে হাসপাতালে আনা হয়েছিল। উদ্ধারকারীরা জানিয়েছে, তারা শিশুটিতে তার বাবার মৃতদেহের পাশে পড়ে থাকতে দেখেছিল। ওই ধ্বংসস্তূপের নিচে শিশুটির মা ও ভাইবোনসহ সবাই চাপা পড়ে মারা গেছেন। শুধু অলৌকিকভাবে শিশুটি বেঁচে গেছে।
ডা. মাসরি আফরিন শহরের আল শিফা হাসপাতালের একজন আবাসিক সার্জন। হাসপাতালটি দাতব্য সংস্থা সিরিয়ান আমেরিকান মেডিকেল সোসাইটির মাধ্যমে পরিচালিত হয়। ডা. মাসরি বলেছেন, ভূমিকম্পের পরপরই প্রায় ২০০ আহত ব্যক্তিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। এরপর একটানা ৩০ ঘণ্টা তিনি আহত রোগীদের সেবা দিয়েছেন।
ডা. মারসি তাঁর মর্মস্পর্শী অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, উদ্ধারকারীরা ১৮ মাস বয়সী একটি শিশুকে নিয়ে এসেছিল। সে মোটামুটি সুস্থই ছিল। কিন্তু শিশুটির সঙ্গে তার মা-বাবা কেউ ছিল না। হঠাৎ খেয়াল করলাম, তার বাবা দৌড়ে এসে শিশুটিকে জড়িয়ে ধরে কাঁদে শুরু করলেন। পরে বাবাটি জানান, তার পরিবারের সবাই ভূমিকম্পে মারা গেছে, হাসপাতালের করিডরে তাদের শুইয়ে রাখা হয়েছে। শুধু এই শিশুটিই বেঁচে আছে।
ভূমিকম্পের পরে এত বেশি আহত ব্যক্তি আসতে শুরু করে যে, হাসপাতালে কর্মীরা হতবাক হয়ে পড়েছিলেন। একসঙ্গে এত রোগী তাঁরা কখনো দেখেননি। ডা. মারিস বলেন, ‘আমি কখনোই কল্পনা করিনি যে একটি ভূমিকম্প এত বেশি ক্ষতির কারণ হতে পারে। এত বেশি রোগী নিয়ে আসতে পারে।’
এর আগে ২০১৩ সালে তিনি একটি ফিল্ড হাসপাতালে কাজ করতেন। সেই সময় সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছিল। সেই হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছিল এবং হাজার হাজার আহত হয়েছিল। তখন ডা. মারসিকে অনেক রোগী সামলাতে হয়েছে। তবে এই ভূমিকম্পের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকেও ম্লান করে দিয়েছে।
ডা. মারসি বলেন, সেই সময়ে আমরা মোটামুটি প্রস্তুত ছিলাম যে অনেক রোগী আসবে। সে কারণে দ্রুত নিজেদের সংগঠিত করতে পেরেছিলাম। কিন্তু এখন আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। বিপর্যয়টা আকস্মিক ও পরিস্থিতিতে অত্যন্ত ভয়াবহ।
হাসপাতালের সীমাবদ্ধতা উল্লেখ করে ডা. মারসি বলেন, ‘অনেকের আঘাত এমন গুরুতর যে কোনো একটি অঙ্গ কেটে ফেলা দরকার। কিন্তু আমাদের হাসপাতালে সেই ধরনের ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে ডাক্তার হওয়াটাই সবচেয়ে বাজে ব্যাপার। আপনার চোখের সামনে একজন যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু আপনি তাকে বাঁচাতে পারছেন না। এর চেয়ে বাজে অনুভূতি আর হয় না।’
গত সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানটেপ শহরের কাছে ১৭ দশমিক ৯ কিলোমিটার গভীরতায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি থেকে ২৩ কিলোমিটার পূর্ব দিকে ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটি যখন হয়, তখন বেশির ভাগ মানুষ ঘুমাচ্ছিল। শক্তিশালী এই ভূমিকম্প পার্শ্ববর্তী দেশ সিরিয়ায়ও আঘাত হানে। এখন পর্যন্ত উভয় দেশে নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এর মধ্যে তুরস্কে ১২ হাজার ৩৯১ জন এবং সিরিয়ায় ২ হাজার ৯৯২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও বহু মানুষ চাপা পড়ে আছে বলে উদ্ধারকারীদের ধারণা।
চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিমি রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও, ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষের
২০ মিনিট আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
১ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছু দিন আগে ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
২ ঘণ্টা আগেপাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের পণ্যের জন্য ট্রানজিট এবং তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে পাকিস্তানি পণ্য আমদানিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী
২ ঘণ্টা আগে