প্রথম বিয়ে করেছিলেন ২০ বছর বয়সে, তাঁর চেয়ে ৬ বছরের বড় এক নারীকে। এর পরের ৪৩ বছরে একে একে আরও ৫২ জন নারীকে বিয়ে করেছেন স্রেফ মনের শান্তির আশায়। কিন্তু হায়...বিধি বাম। মনের সেই কাঙ্ক্ষিত শান্তি তাঁর মেলেনি।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ৬৩ বছর বয়সী আবু আব্দুল্লাহ। তিনি সৌদি আরবের বাসিন্দা। দেশটিতে তিনি এরই মধ্যে ‘শতাব্দীর সেরা বহুবিবাহকারী’ বলে খ্যাতি পেয়ে গেছেন।
এতগুলো বিয়ে করার পেছনের কারণ কী? এমন প্রশ্নের জবাবে আবু আব্দুল্লাহ বলেছেন, তিনি তাঁর শারীরিক শান্তির জন্য এমনটা করেননি বরং তাঁর মনের শান্তি এবং স্থিতিশীলতার জন্যই এমনটা করেছেন। সম্প্রতি সৌদি আরবের স্থানীয় একটি সম্প্রচারমাধ্যম এমবিসিতে এই বিষয়ে এক সাক্ষাৎকারে হাজির হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে আবু আব্দুল্লাহ বলেন, তিনি যখন প্রথম বিয়ে করেন তখন তাঁর দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না।
আবু আব্দুল্লাহ বলেন, ‘আমি যখন প্রথমবার বিয়ে করি তখন দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করার কোনো পরিকল্পনা আমার ছিল না। কারণ তখন আমি আমার স্ত্রী–সন্তান নিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলাম। তবে কিছুদিন পর কিছু সমস্যা দেখা দেয় এবং আমি সিদ্ধান্ত নেই আমি আবারও বিয়ে করব। তখন আমি আমার বিয়ের বিষয়ে আমার প্রথম স্ত্রীকে অবগত করি।’
গালফ নিউজের মতে, প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরপরই আবু আব্দুল্লাহ তৃতীয় ও চতুর্থবার বিয়ে করতে বাধ্য করেছিল। অবশ্য আবু আব্দুল্লাহর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রী শেষ পর্যন্ত তালাকপ্রাপ্ত হয়েছিলেন। এই বিষয়ে আবু আব্দুল্লাহ বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে ৫৩ জন নারীকে বিয়ে করেছি। প্রথমটি ছিল যখন আমার ২০ বছর বয়সে এবং সে আমার চেয়ে ৬ বছরের বড় ছিল।’ তিনি জানিয়েছেন, তাঁর সবচেয়ে কম দীর্ঘায়িত বিয়েটি ছিল মাত্র ১ রাতের।
আবু আব্দুল্লাহ আরও বলেন, ‘পৃথিবীর সবাই এমন একজন নারীকে চায় যার সঙ্গে সে বাকি জীবন কাটাতে পারবে। আমার মতে, জীবনে মানসিক স্থিতিশীলতা কোনো তরুণী নয় বরং কোনো একজন বৃদ্ধার সঙ্গেও আপনি খুঁজে পেতে পারেন।’
আবু আব্দুল্লাহর অধিকাংশ স্ত্রীই সৌদি আরবের তবে তিনি বিভিন্ন দেশ সফরকালেও একাধিক বিয়ে করেছেন।
প্রথম বিয়ে করেছিলেন ২০ বছর বয়সে, তাঁর চেয়ে ৬ বছরের বড় এক নারীকে। এর পরের ৪৩ বছরে একে একে আরও ৫২ জন নারীকে বিয়ে করেছেন স্রেফ মনের শান্তির আশায়। কিন্তু হায়...বিধি বাম। মনের সেই কাঙ্ক্ষিত শান্তি তাঁর মেলেনি।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি ৬৩ বছর বয়সী আবু আব্দুল্লাহ। তিনি সৌদি আরবের বাসিন্দা। দেশটিতে তিনি এরই মধ্যে ‘শতাব্দীর সেরা বহুবিবাহকারী’ বলে খ্যাতি পেয়ে গেছেন।
এতগুলো বিয়ে করার পেছনের কারণ কী? এমন প্রশ্নের জবাবে আবু আব্দুল্লাহ বলেছেন, তিনি তাঁর শারীরিক শান্তির জন্য এমনটা করেননি বরং তাঁর মনের শান্তি এবং স্থিতিশীলতার জন্যই এমনটা করেছেন। সম্প্রতি সৌদি আরবের স্থানীয় একটি সম্প্রচারমাধ্যম এমবিসিতে এই বিষয়ে এক সাক্ষাৎকারে হাজির হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাক্ষাৎকারে আবু আব্দুল্লাহ বলেন, তিনি যখন প্রথম বিয়ে করেন তখন তাঁর দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না।
আবু আব্দুল্লাহ বলেন, ‘আমি যখন প্রথমবার বিয়ে করি তখন দ্বিতীয় কোনো নারীকে বিয়ে করার কোনো পরিকল্পনা আমার ছিল না। কারণ তখন আমি আমার স্ত্রী–সন্তান নিয়ে স্বচ্ছন্দ বোধ করছিলাম। তবে কিছুদিন পর কিছু সমস্যা দেখা দেয় এবং আমি সিদ্ধান্ত নেই আমি আবারও বিয়ে করব। তখন আমি আমার বিয়ের বিষয়ে আমার প্রথম স্ত্রীকে অবগত করি।’
গালফ নিউজের মতে, প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঝগড়ার পরপরই আবু আব্দুল্লাহ তৃতীয় ও চতুর্থবার বিয়ে করতে বাধ্য করেছিল। অবশ্য আবু আব্দুল্লাহর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্ত্রী শেষ পর্যন্ত তালাকপ্রাপ্ত হয়েছিলেন। এই বিষয়ে আবু আব্দুল্লাহ বলেন, ‘আমি দীর্ঘ সময় ধরে ৫৩ জন নারীকে বিয়ে করেছি। প্রথমটি ছিল যখন আমার ২০ বছর বয়সে এবং সে আমার চেয়ে ৬ বছরের বড় ছিল।’ তিনি জানিয়েছেন, তাঁর সবচেয়ে কম দীর্ঘায়িত বিয়েটি ছিল মাত্র ১ রাতের।
আবু আব্দুল্লাহ আরও বলেন, ‘পৃথিবীর সবাই এমন একজন নারীকে চায় যার সঙ্গে সে বাকি জীবন কাটাতে পারবে। আমার মতে, জীবনে মানসিক স্থিতিশীলতা কোনো তরুণী নয় বরং কোনো একজন বৃদ্ধার সঙ্গেও আপনি খুঁজে পেতে পারেন।’
আবু আব্দুল্লাহর অধিকাংশ স্ত্রীই সৌদি আরবের তবে তিনি বিভিন্ন দেশ সফরকালেও একাধিক বিয়ে করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৬ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
৭ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
৮ ঘণ্টা আগে