Ajker Patrika

নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই জাতিসংঘের হল খালি 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ৩২
নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই জাতিসংঘের হল খালি 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। কিন্তু তাঁর ভাষণ শুরুর সময় এক অভূতপূর্ব ঘটনা ঘটে। তুরস্কসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদলের কয়েক শ সদস্য দলে দলে হল ত্যাগ করে চলে যান। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির ভিডিও ও প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গার্ডিয়ানের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাধারণ পরিষদের স্পিকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছেন। তাঁর ঘোষণা শেষ হওয়ার আগেই তুরস্কের প্রতিনিধিদল তাদের নির্ধারিত আসন ছেড়ে উঠে যায়। 

তুরস্কের প্রতিনিধিদলকে অনুসরণ করে আরও কয়েকটি দেশের প্রতিনিধিদলের কয়েক শ সদস্য হল ছেড়ে বের হয়ে যান। এ সময় স্পিকার সবাইকে হল না ছাড়ার অনুরোধ জানালেও কেউই তাতে কর্ণপাত করেননি। সবাই একে একে হল ত্যাগ করে চলে যান। একপর্যায়ে পুরো হল প্রায় শূন্য হয়ে পড়ে। খুব অল্প কয়েকজন রয়ে যান সেখানে। 

এর আগে, গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ভাষণ বয়কট করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানায় হামাস। হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জত আল-রিশক বলেন, ‘গাজায় চলমান গণহত্যাকে প্রত্যাখ্যান ও এর নিন্দা জানাতে অন্তত আপনারা ওয়াকআউট করতে পারেন।’

নেতানিয়াহুকে ‘ছোট হিটলার’ বলে আখ্যায়িত করে রিশক বলেন, ‘গত অক্টোবর থেকে ৪১ হাজারের বেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছেন নেতানিয়াহু। এর মধ্যে ১৭ হাজার শিশু ও ২০০ নবজাতক আছে। ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বাস্তুচ্যুত মানুষের শেষ আশ্রয়স্থল হাসপাতাল, মসজিদ, গির্জা এবং আশ্রয়শিবিরকে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।’ 

এদিকে জাতিসংঘে দেওয়া ভাষণে নেতানিয়াহু গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মধ্যপ্রাচ্যের দুটি মানচিত্র দেখিয়েছেন। কিন্তু এর কোনোটিতেই ফিলিস্তিনের অস্তিত্ব ছিল না। মানচিত্রের একটিতে কিছু দেশকে ‘আশীর্বাদ’ এবং কিছু দেশকে অভিশাপ হিসেবে চিত্রিত করা হয়। 

নেতানিয়াহু তাঁর ডান হাতে কালো রঙে চিত্রিত বেশ কয়েকটি দেশ দেখান, যেগুলোকে ‘অভিশপ্ত’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই দেশগুলো হলো—ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন।

নেতানিয়াহুর বাঁ হাতে থাকা মানচিত্রে সবুজ রঙে কিছু দেশকে চিত্রিত করা হয়েছে। এই দেশগুলোকে ‘আশীর্বাদ’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই মানচিত্রের দেশগুলো হলো—মিসর, সৌদি আরব ও সুদান।

এমনকি মানচিত্রে ভারতকেও নির্দেশ করা হয়েছে এবং দেশটির আংশিক মানচিত্র আঁকা হয়েছে সবুজ রঙে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ