গাজায় ইসরায়েলি আগ্রাসনের ছয় মাস পেরিয়ে গেছে। নির্বিচার ও বর্বর হামলায় প্রাণ হারিয়েছে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত আরও অন্তত ৭৬ হাজার। উত্তর ও মধ্য গাজার অধিকাংশ এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ঈদের জামাত আয়োজন সম্ভব হবে—এমন পরিচ্ছন্ন-পরিসর জায়গার দেখা মেলা ভার। তবু ঈদ এসেছে গাজাবাসীর জীবনে।
দুর্ভিক্ষপীড়িত অঞ্চলটির রাস্তায় রাস্তায় ছোটখাটো মেলা বসেছে খাবার-দাবার, কাপড়চোপড়সহ বিভিন্ন পণ্যের। ত্রাণসহায়তাও ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। যদিও পর্যাপ্ততার অভাব, তবু আনন্দের কমতি নেই। স্বজন-প্রিয়জনের বিয়োগব্যথায় মুখের হাসি হারিয়ে গেলেও ঈদের দিনে গাজাবাসীর মুখে তবু দেখা মিলছে মলিন হাসির।
ঈদের দিন আগেও ইসরায়েলি হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে গাজায়। হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটির সিভিল ডিফেন্স জানিয়েছে, ঈদের দিন মধ্যরাতে মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। তবে ইসরায়েলি বর্বরতা গাজাবাসীকে দমাতে পারেনি।
ভাঙাচোরা ঘর, রিক্ত হৃদয় আর শূন্য ভাড়ার নিয়েও ঈদ উদ্যাপনে প্রস্তুত তারা। ঈদকে স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুত ছিলেন যেন ফিলিস্তিনি সংগীতশিল্পী মুসআব আল গামরি। বর্তমানে রাফাহে অবস্থান করা এই তরুণ সংগীতশিল্পী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন সেখানকার শিশুদের ঈদ আনন্দ খানিকটা ফিরিয়ে দিতে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন, ‘আমাদের গান ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তাদের (শিশুদের) হাসি ফিরিয়ে আনার চেষ্টা করছি। ঈদ এমন একটা দিন, যেটাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না।’
এদিকে গাজাবাসীর দুর্দশাগ্রস্ত জীবনে ঈদের আনন্দ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তাঁর হৃদয় ভেঙে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা টুইটে গুতেরেস বলেছেন, ‘গাজা, সুদানসহ বিশ্বের অনেক জায়গায় সংঘাত ও ক্ষুধার কারণে অনেক মুসলমান ঠিকমতো ঈদ উদ্যাপন করতে পারবেন না জেনে আমার হৃদয় ভেঙে গেছে।’
যুদ্ধবিধ্বস্ত গাজার বর্তমান সংকটগুলোর একটি হলো খাবার। গাজায় এই খাবার সরবরাহ করা নিয়ে শুরু থেকেই তৎপরতা দেখিয়ে যাচ্ছে জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটি এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘গাজা, পশ্চিম তীর ও এই অঞ্চলে যারা সংঘাত, বাস্তুচ্যুতি ও ভয়ের সম্মুখীন, তাদের জীবনে যা ঘটছে, তার জন্য আমরা দুঃখভারাক্রান্ত হৃদয়ে ঈদুল ফিতরকে স্বাগত জানাই।’
গাজায় ইসরায়েলি আগ্রাসনের ছয় মাস পেরিয়ে গেছে। নির্বিচার ও বর্বর হামলায় প্রাণ হারিয়েছে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত আরও অন্তত ৭৬ হাজার। উত্তর ও মধ্য গাজার অধিকাংশ এলাকা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ঈদের জামাত আয়োজন সম্ভব হবে—এমন পরিচ্ছন্ন-পরিসর জায়গার দেখা মেলা ভার। তবু ঈদ এসেছে গাজাবাসীর জীবনে।
দুর্ভিক্ষপীড়িত অঞ্চলটির রাস্তায় রাস্তায় ছোটখাটো মেলা বসেছে খাবার-দাবার, কাপড়চোপড়সহ বিভিন্ন পণ্যের। ত্রাণসহায়তাও ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। যদিও পর্যাপ্ততার অভাব, তবু আনন্দের কমতি নেই। স্বজন-প্রিয়জনের বিয়োগব্যথায় মুখের হাসি হারিয়ে গেলেও ঈদের দিনে গাজাবাসীর মুখে তবু দেখা মিলছে মলিন হাসির।
ঈদের দিন আগেও ইসরায়েলি হামলায় প্রাণহানির ঘটনা ঘটেছে গাজায়। হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটির সিভিল ডিফেন্স জানিয়েছে, ঈদের দিন মধ্যরাতে মধ্য গাজার নুসেইরাত শরণার্থীশিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। তবে ইসরায়েলি বর্বরতা গাজাবাসীকে দমাতে পারেনি।
ভাঙাচোরা ঘর, রিক্ত হৃদয় আর শূন্য ভাড়ার নিয়েও ঈদ উদ্যাপনে প্রস্তুত তারা। ঈদকে স্বাগত জানাতে আগে থেকেই প্রস্তুত ছিলেন যেন ফিলিস্তিনি সংগীতশিল্পী মুসআব আল গামরি। বর্তমানে রাফাহে অবস্থান করা এই তরুণ সংগীতশিল্পী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন সেখানকার শিশুদের ঈদ আনন্দ খানিকটা ফিরিয়ে দিতে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে তিনি বলেছেন, ‘আমাদের গান ও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা তাদের (শিশুদের) হাসি ফিরিয়ে আনার চেষ্টা করছি। ঈদ এমন একটা দিন, যেটাকে কোনোভাবেই এড়িয়ে যাওয়া যাবে না।’
এদিকে গাজাবাসীর দুর্দশাগ্রস্ত জীবনে ঈদের আনন্দ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, তাঁর হৃদয় ভেঙে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা টুইটে গুতেরেস বলেছেন, ‘গাজা, সুদানসহ বিশ্বের অনেক জায়গায় সংঘাত ও ক্ষুধার কারণে অনেক মুসলমান ঠিকমতো ঈদ উদ্যাপন করতে পারবেন না জেনে আমার হৃদয় ভেঙে গেছে।’
যুদ্ধবিধ্বস্ত গাজার বর্তমান সংকটগুলোর একটি হলো খাবার। গাজায় এই খাবার সরবরাহ করা নিয়ে শুরু থেকেই তৎপরতা দেখিয়ে যাচ্ছে জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ। সংস্থাটি এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছে, ‘গাজা, পশ্চিম তীর ও এই অঞ্চলে যারা সংঘাত, বাস্তুচ্যুতি ও ভয়ের সম্মুখীন, তাদের জীবনে যা ঘটছে, তার জন্য আমরা দুঃখভারাক্রান্ত হৃদয়ে ঈদুল ফিতরকে স্বাগত জানাই।’
কোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
৭ মিনিট আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
১ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে একটি গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
২ ঘণ্টা আগেআধুনিক ও দক্ষ পরিকাঠামোয় উন্নত ও বিশ্বব্যাপী আর্থিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুর পর্যটকদের জন্য জনপ্রিয়। সে সঙ্গে বহু বিদেশিও স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটিকে পছন্দের তালিকায় প্রথম দিকে রাখেন। স্থায়ীভাবে বসবাস করতে চাইলে সিঙ্গাপুরে পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর)...
৩ ঘণ্টা আগে