Ajker Patrika

পশ্চিম তীরে চার ইসরায়েলিকে গুলি করে হত্যা, পাল্টা হামলায় দুই ফিলিস্তিনি নিহত

আপডেট : ২১ জুন ২০২৩, ১৪: ২৫
পশ্চিম তীরে চার ইসরায়েলিকে গুলি করে হত্যা, পাল্টা হামলায় দুই ফিলিস্তিনি নিহত

পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় চার ইসরায়েলি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা হামলায় নিহত হয়েছেন হামলাকারী দুই যুবক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

গতকাল মঙ্গলবার ইলি শহরের কাছে হাইওয়ের একটি পেট্রোল স্টেশন ও রেস্টুরেন্টে এই হামলা চালানো হয়। এ সময় পাল্টা হামলায় এক আততায়ীর মৃত্যু হলেও অন্যজন গাড়ি নিয়ে পালিয়ে যান। তবে পরে ইসরায়েলি সেনারা তাঁকে ধাওয়া করে তুবাস এলাকায় গুলি করে হত্যা করে। দুজনই স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্য বলে জানা গেছে। 

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ‘পশ্চিম তীরের উরিফ গ্রাম থেকে অস্ত্রধারী ওই দুই যুবক গাড়িযোগে এসেছিলেন। তাঁরা প্রথমে একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে তিনজনকে গুলি করে হত্যা করে। এরপর পেট্রল স্টেশনের কাছে আরেকজনকে হত্যা করে। হামলাকারী দুজনের মধ্য একজনকে ঘটনাস্থলেই হত্যা করা হয়। এ সময় অন্যজন গাড়ি চুরি করে পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া করা হয়। 

হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, এটি জেনিন শরণার্থী ক্যাম্পে নৃশংস হামলার পাল্টা জবাব। সোমবারের ওই আগ্রাসনে ১৫ বছরের এক কিশোরসহ ৬ ফিলিস্তিনির মৃত্যু হয়, আহত হন আরও ৯০ ফিলিস্তিনি। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু নিহত ইসরায়েলিদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এ হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। যেকোনো মুহূর্তে বড় আগ্রাসনের হুমকি দিয়ে তিনি বলেন, ‘যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, আমি তাদের সতর্ক করতে চাই। সব রাস্তা খোলা আছে। আমরা লড়াই চালিয়ে যাব। এ ধরনের সন্ত্রাসবাদ আমাদের সমস্ত শক্তি দিয়ে প্রতিরোধ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত