Ajker Patrika

রাফাহে হামাসের বুবি-ট্র্যাপে উড়ে গেল ৪ ইসরায়েলি সেনা, নিহত বেড়ে ২৯৯ 

রাফাহে হামাসের বুবি-ট্র্যাপে উড়ে গেল ৪ ইসরায়েলি সেনা, নিহত বেড়ে ২৯৯ 

ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় হামাসের পেতে রাখা বুবি-ট্র্যাপে ৪ ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এই ৪ সেনা মারা যান এবং ৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী—আইডিএফ। এ নিয়ে গাজায় ২৯৯ ইসরায়েলি সেনা নিহত হলো। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী জানিয়েছে, নিহত চারজন সেনা হলেন—মেজর তাল সেবেনস্কি শোলাভ, স্টাফ সার্জেন্ট আইতান কার্লসবার্ন, সার্জেন্ট আলমগ শালোম এবং ইয়ের লেভিন। আইডিএফের দেওয়া তথ্য অনুসারে, এই চারজনই ইসরায়েলি বাহিনীর জিভাতি ব্রিগেডের হয়ে কাজ করতেন। শালোম এবং লেভিন এখনো তাদের প্রশিক্ষণের সময়ই শেষ করেননি।

আইডিএফের প্রাথমিক আইডিএফ তদন্ত অনুসারে, সৈন্যরা রাফাহের শাবোরা পাড়ায় একটি সন্দেহজনক বাড়ির ভেতরে বিস্ফোরক নিক্ষেপ করেছিল এই ভেবে যে, হয়তো কোনো ফাঁদ পাতা আছে। কিন্তু তাতে কোনো কিছু না ঘটনা ওই চার সেনা বাড়িটির ভেতরে প্রবেশ করে। দুজন সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সেই বিস্ফোরকই বিস্ফোরিত হয় এবং বাড়িটি সেনাদের ওপর ভেঙে পড়ে।

এদিকে, গতকাল সোমবার ইসরায়েলি বাহিনীর হামলায় পশ্চিম তীরের রামাল্লায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। এই চারজনকে ইসরায়েলি দখলদার বাহিনী গুলি করে হত্যা করেছে। আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় পশ্চিম তীরের রামাল্লার কাফর নিয়া’মা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা হলেন—মুহাম্মদ রাসলান আবদো, মুহাম্মদ জাবের আবদো এবং রুশদি সামিহ আতায়া। চতুর্থ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে চতুর্থ ব্যক্তির নাম ওয়াসিম বাসাম জিদান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত