অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতায় প্রাণ গেছে আরও ৪০ ফিলিস্তিনির। গতকাল শনিবার উপত্যকাজুড়ে আইডিএফের নির্বিচার হামলায় নিহত হয়েছে তারা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বারত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে এ তথ্য।
আজ রোববারও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে তাণ্ডব চালিয়ে যাচ্ছে আইডিএফ। বার্তা সংস্থা এএফপির বরাতে আল-জাজিরা জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহর সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে একই পরিবারের ১০ জন। তবে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নেতানিয়াহু প্রশাসনের নিরাপদ ঘোষিত এলাকা আল-মাওয়াসিতেও থেমে নেই হামলা। আজ রোববারও আইডিএফের ড্রোন হামলায় এলাকাটিতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
রাফাহতেও চলছে নির্বিচার হত্যাযজ্ঞ। হামলার তীব্রতায় সেখানে হতাহতের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। জানা গেছে, নুসেইরাহ শরণার্থীশিবিরে সবচেয়ে তীব্র হামলা চলছে। এ ছাড়া, উপত্যকায় খাদ্যসংকটও পৌঁছেছে চরমে। দেড় মাস ধরে উপত্যকায় চলমান ইসরায়েলি অবরোধে গাজায় স্মরণকালের ভয়াবহতম দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। শিগগিরই কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
গাজা ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের এমন অমানবিক অবস্থানে এবার ক্ষোভে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলিরাও।
গাজার সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী তেল আবিবসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
দীর্ঘ ১৫ মাস যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র ও অন্য মধ্যস্থতাকারীদের সমঝোতায় তিন ধাপের একটি যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস। গত ১৯ জানুয়ারি কার্যকর হয় সেই যুদ্ধবিরতির প্রথম ধাপ। প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গড়িমসিতে সেই আলোচনা শুরু হয় প্রথম ধাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর। সমালোচকেরা বলেন, নেতানিয়াহুর উদ্দেশ্য ছিল যেকোনো মূল্যে যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে পুনরায় হামলা শুরু করা।
পরিকল্পনামাফিক গত ১৮ মার্চ গাজায় আবার নৃশংসতা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। এই আগ্রাসনে গত এক মাসেই গাজায় নিহত হয়েছে ২ হাজারের বেশি ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণহানি ৫১ হাজারের বেশি।
গাজায় ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের বর্বরতায় প্রাণ গেছে আরও ৪০ ফিলিস্তিনির। গতকাল শনিবার উপত্যকাজুড়ে আইডিএফের নির্বিচার হামলায় নিহত হয়েছে তারা। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বারত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে এ তথ্য।
আজ রোববারও ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডে তাণ্ডব চালিয়ে যাচ্ছে আইডিএফ। বার্তা সংস্থা এএফপির বরাতে আল-জাজিরা জানিয়েছে, মধ্য গাজার দেইর আল বালাহর সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে একই পরিবারের ১০ জন। তবে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। নেতানিয়াহু প্রশাসনের নিরাপদ ঘোষিত এলাকা আল-মাওয়াসিতেও থেমে নেই হামলা। আজ রোববারও আইডিএফের ড্রোন হামলায় এলাকাটিতে তিনজন নিহতের খবর পাওয়া গেছে।
রাফাহতেও চলছে নির্বিচার হত্যাযজ্ঞ। হামলার তীব্রতায় সেখানে হতাহতের ব্যাপারে কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যাচ্ছে না। জানা গেছে, নুসেইরাহ শরণার্থীশিবিরে সবচেয়ে তীব্র হামলা চলছে। এ ছাড়া, উপত্যকায় খাদ্যসংকটও পৌঁছেছে চরমে। দেড় মাস ধরে উপত্যকায় চলমান ইসরায়েলি অবরোধে গাজায় স্মরণকালের ভয়াবহতম দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। শিগগিরই কোনো ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়ংকর হবে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
গাজা ইস্যুতে নেতানিয়াহু প্রশাসনের এমন অমানবিক অবস্থানে এবার ক্ষোভে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলিরাও।
গাজার সঙ্গে সংহতি জানিয়ে রাজধানী তেল আবিবসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
দীর্ঘ ১৫ মাস যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র ও অন্য মধ্যস্থতাকারীদের সমঝোতায় তিন ধাপের একটি যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও হামাস। গত ১৯ জানুয়ারি কার্যকর হয় সেই যুদ্ধবিরতির প্রথম ধাপ। প্রথম ধাপের ১৬তম দিনে দ্বিতীয় ধাপ কীভাবে কার্যকর করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গড়িমসিতে সেই আলোচনা শুরু হয় প্রথম ধাপ শেষ হওয়ার কয়েক সপ্তাহ পর। সমালোচকেরা বলেন, নেতানিয়াহুর উদ্দেশ্য ছিল যেকোনো মূল্যে যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে পুনরায় হামলা শুরু করা।
পরিকল্পনামাফিক গত ১৮ মার্চ গাজায় আবার নৃশংসতা শুরু করে নেতানিয়াহুর বাহিনী। এই আগ্রাসনে গত এক মাসেই গাজায় নিহত হয়েছে ২ হাজারের বেশি ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের সর্বাত্মক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত প্রাণহানি ৫১ হাজারের বেশি।
কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি গত মার্চে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি সেই বিরল গোষ্ঠীতে যোগ দেন, যারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান থাকার পর দেশের নেতৃত্ব দিয়েছেন। কার্নি ছাড়াও আরও কয়েকজন কেন্দ্রীয় ব্যাংক সাবেক গভর্নর নিজ দেশের প্রধানমন্ত্রী হয়
১ ঘণ্টা আগেনেদারল্যান্ডসের রটারডামে একটি জাদুঘরে আমেরিকান শিল্পী মার্ক রথকোর আঁকা একটি চিত্রকর্ম নষ্ট করেছে এক শিশু। চিত্রকর্মটির বর্তমান মূল্য কয়েকটি কোটা পাউন্ড!
১ ঘণ্টা আগেবিভ্রাটের কারণে ব্যাপকভাবে বিঘ্নিত হয় জনজীবন। স্পেনের মাদ্রিদে শহরজুড়ে বিভিন্ন স্থানে প্রায় ২০০টি লিফট আটকে পড়ে। আটকে পড়াদের বেশির ভাগই শ্বাসকষ্ট এবং অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শহরজুড়ে প্রায় ১৬৭টি জরুরি সেবা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। বিদ্যুৎ বিভ্রাটে
১ ঘণ্টা আগেকানাডার জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি ক্ষমতা ধরে রেখেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে দলটি। এ নিয়ে দলটি টানা চতুর্থবার জিতল। বিপরীতে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভর হার স্বীকার করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে