Ajker Patrika

ইউক্রেন সংকট নিয়ে জেদ্দায় ৪০ দেশের প্রতিনিধিদের বৈঠক শুরু

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ২২: ১০
ইউক্রেন সংকট নিয়ে জেদ্দায় ৪০ দেশের প্রতিনিধিদের বৈঠক শুরু

ইউক্রেন সংকট নিয়ে সৌদি আরবের আয়োজনে জেদ্দায় আজ শনিবার আলোচনা শুরু হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-এখবারিয়ার বরাত দিয়ে আল-আরাবিয়া এ খবর জানিয়েছে।

দুই দিনের এ বৈঠক ইউক্রেনের কূটনৈতিক চাপের অংশ। পশ্চিমা মিত্র ছাড়াও বিশ্বের অন্যান্য দেশগুলোর থেকে যুদ্ধ বন্ধে সমর্থন পেতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। 

ইউক্রেন এবং তার মিত্ররা আশা করছে, জেদ্দায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ প্রায় ৪০টি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের  বৈঠক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বিষয়ে একমত হবে। তবে এই বৈঠকে রাশিয়ার কোনো প্রতিনিধি অংশ নিচ্ছেন না। 

ফোরামটি রাশিয়াকে বাদ দিলেও ক্রেমলিন বলেছে, তাঁরা বৈঠকের ওপর নজর রাখবে। এদিকে রাশিয়ার মিত্র চীন গত শুক্রবার জানায়, তারা বৈঠকে অংশ নিতহে ইউরেশীয় বিষয়ক বিশেষ দূত লি হুইকে পাঠাবে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অফিসের প্রধান এবং বৈঠকের প্রধান দূত আন্দ্রি ইয়ারমাক শুক্রবার গভীর রাতে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, আমি জানি বৈঠকটি কঠিন হবে, কিন্তু আমাদের পেছনে শুধু সত্য ও মঙ্গলের বারতা। আমাদের মধ্য অনেক মতবিরোধ ও অবস্থানের ভিন্নতা রয়েছে, এরপরেও এই সংকট নিয়ে আমাদের নীতি ও উত্তোরণের ভাবনা বৈঠকে তুলে ধরাই এখন মুখ্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত