হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ ঘটনায় দেশটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে আজ শুক্রবার রাতে জানিয়েছে বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, গত নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ইরান সমর্থিত হুতিদের হামলার জবাব দিতেই ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে বিবৃতি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। তিনি জানান, যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমানগুলো ইয়েমেনে ‘সুনির্দিষ্ট টার্গেটে হামলা’ চালাতে সহায়তা করেছে। এই হামলাকে সীমিত, প্রয়োজনীয় ও আত্মরক্ষামূলক যথাযথ মাত্রার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন সুনাক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানা, হুতি নিয়ন্ত্রিত লোহিত সাগরের হুদায়দাহ বন্দর, ধামার এবং উত্তর-পশ্চিমাঞ্চলে হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাদায় হামলার খবর পাওয়া গেছে।
হুতিরা ইয়েমেনের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে এবং তারা বলছে, ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে তারা মিত্র গোষ্ঠী হামাসকে সহায়তা করছে।
এদিকে হামলার ঘটনায় ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধরা এই দুই দেশের বিরুদ্ধে স্লোগান দেওয়া ছাড়াও পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায়। এ বিষয়ে একটি লাইভ প্রতিবেদনে বিবিসির সাংবাদিক ফ্র্যাংক গার্ডনার জানান, ইয়েমেনে এ ধরনের গণবিক্ষোভ অস্বাভাবিক নয়। তবে আজ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভটি ব্যতিক্রমভাবে বড় ছিল।
বেশি মানুষ অংশগ্রহণের বিষয়ে বিবিসি প্রতিনিধি জানান, আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে বেকারত্ব বেশি। তাই মানুষকে রাস্তায় নামানো সেখানে তুলনামূলকভাবে সহজ। পাশাপাশি দেশটিতে একটি শক্তিশালী ধর্মীয় এবং পশ্চিমাবিরোধী মনোভাবও রয়েছে।
হুতিরা নিজেদের ‘আনসার আল্লাহ’ বা ‘আল্লাহর দল’ বলে ডাকে এবং তারা সব সময়ই ইসরায়েলের প্রতি শত্রুতা দেখিয়ে আসছে। ২০১৪ সালে এই সংগঠনটি ইয়েমেনের বেশির ভাগ অঞ্চল দখল করে নিলে এবং ইরানের সঙ্গে একটি কৌশলগত জোট গঠন করার পর তাদের ইসরায়েল ও পশ্চিমাবিরোধী মনোভব আরও কঠোর হয়।
হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ ঘটনায় দেশটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে আজ শুক্রবার রাতে জানিয়েছে বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, গত নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে ইরান সমর্থিত হুতিদের হামলার জবাব দিতেই ইয়েমেনে তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে বিবৃতি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। তিনি জানান, যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের যুদ্ধবিমানগুলো ইয়েমেনে ‘সুনির্দিষ্ট টার্গেটে হামলা’ চালাতে সহায়তা করেছে। এই হামলাকে সীমিত, প্রয়োজনীয় ও আত্মরক্ষামূলক যথাযথ মাত্রার পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন সুনাক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানী সানা, হুতি নিয়ন্ত্রিত লোহিত সাগরের হুদায়দাহ বন্দর, ধামার এবং উত্তর-পশ্চিমাঞ্চলে হুতিদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সাদায় হামলার খবর পাওয়া গেছে।
হুতিরা ইয়েমেনের বেশির ভাগ অংশ নিয়ন্ত্রণ করে এবং তারা বলছে, ইসরায়েলগামী জাহাজে হামলা চালিয়ে তারা মিত্র গোষ্ঠী হামাসকে সহায়তা করছে।
এদিকে হামলার ঘটনায় ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষুব্ধরা এই দুই দেশের বিরুদ্ধে স্লোগান দেওয়া ছাড়াও পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানায়। এ বিষয়ে একটি লাইভ প্রতিবেদনে বিবিসির সাংবাদিক ফ্র্যাংক গার্ডনার জানান, ইয়েমেনে এ ধরনের গণবিক্ষোভ অস্বাভাবিক নয়। তবে আজ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভটি ব্যতিক্রমভাবে বড় ছিল।
বেশি মানুষ অংশগ্রহণের বিষয়ে বিবিসি প্রতিনিধি জানান, আরব বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ ইয়েমেনে বেকারত্ব বেশি। তাই মানুষকে রাস্তায় নামানো সেখানে তুলনামূলকভাবে সহজ। পাশাপাশি দেশটিতে একটি শক্তিশালী ধর্মীয় এবং পশ্চিমাবিরোধী মনোভাবও রয়েছে।
হুতিরা নিজেদের ‘আনসার আল্লাহ’ বা ‘আল্লাহর দল’ বলে ডাকে এবং তারা সব সময়ই ইসরায়েলের প্রতি শত্রুতা দেখিয়ে আসছে। ২০১৪ সালে এই সংগঠনটি ইয়েমেনের বেশির ভাগ অঞ্চল দখল করে নিলে এবং ইরানের সঙ্গে একটি কৌশলগত জোট গঠন করার পর তাদের ইসরায়েল ও পশ্চিমাবিরোধী মনোভব আরও কঠোর হয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৪ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৪ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৫ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৭ ঘণ্টা আগে