বিরূপ আবহাওয়ার কারণে বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে দুবাই। বৈরী আবহাওয়ার সতর্কতা হিসেবে আজ মঙ্গলবার আমিরাতের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাড়ি থেকে পরিচালনার ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার রাত থেকেই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অংশে বজ্রপাতসহ ভারী থেকে মাঝারি বর্ষণ দেখা দেয়।
গতকাল সোমবার দুবাইয়ের যুবরাজ ও নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এক্স প্ল্যাটফরমে এক পোস্টে বলেন, ‘আসন্ন আবহাওয়া পরিস্থিতির কারণে আমরা দুবাইয়ের সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোকে মঙ্গলবার (১৬ এপ্রিল) বাড়ি থেকে কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি।’
বেসরকারি স্কুলগুলোর সংস্থা জিইএমএস এডুকেশন এক বিবৃতিতে বলে, ‘আগামীকাল (মঙ্গলবার, ১৬ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের বেশির ভাগ অংশে প্রত্যাশিত প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের আলোকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে, সমস্ত জিইএমএস এডুকেশন স্কুল ওই দিন শিক্ষা কার্যক্রম বাড়ি থেকে পরিচালনা করবে। শারজাহ প্রাইভেট এডুকেশন অথোরিটি (এসপিইএ) নিয়ন্ত্রিত স্কুলগুলোতে নিয়ন্ত্রকের নির্দেশিকা অনুসারে আগামীকাল বুধবার বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বরাবরের মতোই আমাদের পুরো স্কুল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আমাদের অগ্রাধিকার থাকবে। এই ব্যতিক্রমী পরিস্থিতিতে বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনাই হবে সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ।’
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, বৃষ্টিপাতের ফলে আমিরাতের পার্বত্য অঞ্চলে কিছুটা মাঝারি আকারের বন্যা দেখা দিয়েছে। গতকাল সোমবার গভীর রাতে শারজাহ ও আল আইনে বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এদিকে দেশজুড়ে প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের পঞ্চম বৃহত্তম শহর আজমানেও সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিরূপ আবহাওয়ার কারণে বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে দুবাই। বৈরী আবহাওয়ার সতর্কতা হিসেবে আজ মঙ্গলবার আমিরাতের সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বাড়ি থেকে পরিচালনার ঘোষণা দেওয়া হয়। গতকাল সোমবার রাত থেকেই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অংশে বজ্রপাতসহ ভারী থেকে মাঝারি বর্ষণ দেখা দেয়।
গতকাল সোমবার দুবাইয়ের যুবরাজ ও নির্বাহী পরিষদের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম এক্স প্ল্যাটফরমে এক পোস্টে বলেন, ‘আসন্ন আবহাওয়া পরিস্থিতির কারণে আমরা দুবাইয়ের সমস্ত সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোকে মঙ্গলবার (১৬ এপ্রিল) বাড়ি থেকে কার্যক্রম চালিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি।’
বেসরকারি স্কুলগুলোর সংস্থা জিইএমএস এডুকেশন এক বিবৃতিতে বলে, ‘আগামীকাল (মঙ্গলবার, ১৬ এপ্রিল) সংযুক্ত আরব আমিরাতের বেশির ভাগ অংশে প্রত্যাশিত প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের আলোকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে, সমস্ত জিইএমএস এডুকেশন স্কুল ওই দিন শিক্ষা কার্যক্রম বাড়ি থেকে পরিচালনা করবে। শারজাহ প্রাইভেট এডুকেশন অথোরিটি (এসপিইএ) নিয়ন্ত্রিত স্কুলগুলোতে নিয়ন্ত্রকের নির্দেশিকা অনুসারে আগামীকাল বুধবার বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বরাবরের মতোই আমাদের পুরো স্কুল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে আমাদের অগ্রাধিকার থাকবে। এই ব্যতিক্রমী পরিস্থিতিতে বাড়ি থেকে শিক্ষা কার্যক্রম পরিচালনাই হবে সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ।’
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, বৃষ্টিপাতের ফলে আমিরাতের পার্বত্য অঞ্চলে কিছুটা মাঝারি আকারের বন্যা দেখা দিয়েছে। গতকাল সোমবার গভীর রাতে শারজাহ ও আল আইনে বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল বুধবার পর্যন্ত আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এদিকে দেশজুড়ে প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের পঞ্চম বৃহত্তম শহর আজমানেও সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি স্কুলগুলোতে সরাসরি শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের নিশানা করে ১৯ এপ্রিলের কাছাকাছি সময়ে হামলা হতে পারে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক করা হয়েছিল। ভারতের গোয়েন্দা ব্যুরো (আইবি) এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্কবার্তা দিয়েছিল।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে দেশটির লেবার পার্টি। এই নির্বাচনের মধ্য দিয়ে দলপ্রধান ও দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বিতীয়বারের মতো ক্ষমতা পেলেন।
১৪ ঘণ্টা আগেচরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিলোমিটার রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষে
১৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
১৬ ঘণ্টা আগে