জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য আবেদন করতে যাচ্ছে ফিলিস্তিন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর এ তথ্য নিশ্চিত করে বলেন, সদস্য দেশগুলোকে ফিলিস্তিনের যোগদানকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি স্বাক্ষর করতে আহ্বান জানানো হবে।
নিউইয়র্কে রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘আমরা এ নিয়ে আরও আলোচনা করব এবং বিভিন্ন পদক্ষেপ নেব। আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার আগে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে সুপারিশের আহ্বান জানিয়ে প্রস্তাব জমা দেওয়ার আগে সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘে স্বাগত ও সমর্থন জানানোর বিবৃতিতে স্বাক্ষর নেব।’
তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, এর এক দিন আগেই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি প্রত্যাখ্যান করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তের পক্ষে ৯৯–১১ ভোট পড়ে।
জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি মনসুর বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতাসহ আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নির্ধারণ শুধু আমরা অর্থাৎ ফিলিস্তিনিরাই করব। আমরা কারও সঙ্গে এই নীতি নিয়ে আলোচনা করব না এবং আমরা কারও কাছ থেকে এ বিষয়ে অনুমতি চাইব না।’
মনসুর বলেন, ‘ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে বাধ্য করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। দেশগুলোকে ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বা বিক্রি না করতে বলা বা বসতি স্থাপনকারীদের ভিসা না দিতে বলার মতো কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানাবে ফিলিস্তিন।’
ফিলিস্তিন রাষ্ট্র ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে কোনো ধরনের ভোট দেওয়ার অধিকার ছাড়া বিতর্ক এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু পশ্চিমা দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তারা এখনো ফিলিস্তিনের সরকারকে সব সময় ‘কর্তৃপক্ষ’ বলে সম্বোধন করে। পশ্চিমের সংবাদমাধ্যমগুলোও এই অবস্থানের প্রতিনিধিত্ব করে।
জাতিসংঘের সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
মনসুর বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ই ১৯৪৭ সাল থেকে ফিলিস্তিনে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্যভুক্ত করে সেই প্রক্রিয়া সম্পন্ন করা ফিলিস্তিনি জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।’
জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য পদের জন্য আবেদন করতে যাচ্ছে ফিলিস্তিন। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর এ তথ্য নিশ্চিত করে বলেন, সদস্য দেশগুলোকে ফিলিস্তিনের যোগদানকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি স্বাক্ষর করতে আহ্বান জানানো হবে।
নিউইয়র্কে রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, ‘আমরা এ নিয়ে আরও আলোচনা করব এবং বিভিন্ন পদক্ষেপ নেব। আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যাওয়ার আগে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের সদস্য হিসেবে সুপারিশের আহ্বান জানিয়ে প্রস্তাব জমা দেওয়ার আগে সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘে স্বাগত ও সমর্থন জানানোর বিবৃতিতে স্বাক্ষর নেব।’
তুরস্কের সংবাদমাধ্যম আনাদলুর প্রতিবেদন অনুসারে, এর এক দিন আগেই ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি প্রত্যাখ্যান করতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের সিদ্ধান্তের পক্ষে ৯৯–১১ ভোট পড়ে।
জাতিসংঘে ফিলিস্তিনের প্রতিনিধি মনসুর বলেন, ‘ফিলিস্তিনি রাষ্ট্রের স্বাধীনতাসহ আমাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নির্ধারণ শুধু আমরা অর্থাৎ ফিলিস্তিনিরাই করব। আমরা কারও সঙ্গে এই নীতি নিয়ে আলোচনা করব না এবং আমরা কারও কাছ থেকে এ বিষয়ে অনুমতি চাইব না।’
মনসুর বলেন, ‘ফিলিস্তিন জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে বাধ্য করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে। দেশগুলোকে ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বা বিক্রি না করতে বলা বা বসতি স্থাপনকারীদের ভিসা না দিতে বলার মতো কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানাবে ফিলিস্তিন।’
ফিলিস্তিন রাষ্ট্র ২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে কোনো ধরনের ভোট দেওয়ার অধিকার ছাড়া বিতর্ক এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। কিন্তু পশ্চিমা দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি, তারা এখনো ফিলিস্তিনের সরকারকে সব সময় ‘কর্তৃপক্ষ’ বলে সম্বোধন করে। পশ্চিমের সংবাদমাধ্যমগুলোও এই অবস্থানের প্রতিনিধিত্ব করে।
জাতিসংঘের সনদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রগুলো জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
মনসুর বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ই ১৯৪৭ সাল থেকে ফিলিস্তিনে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নিয়েছিল। ফিলিস্তিন রাষ্ট্রকে সদস্যভুক্ত করে সেই প্রক্রিয়া সম্পন্ন করা ফিলিস্তিনি জনগণের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব।’
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর অপরাধীদের আবাসস্থল হিসেবে পরিচিত আলকাতরাজ কারাগার ১৯৬৩ সালেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে এটি শুধুমাত্র পর্যটকদের জন্যই উন্মুক্ত ছিল। কিন্তু এবার পরিস্থিতি পাল্টাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ৬২ বছর পর এটি আবারও...
৩৪ মিনিট আগেপারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে আজ সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে ‘সর্বোচ্চ সংযমী’ এবং ‘যুদ্ধের পথ থেকে সরে আসার’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ‘সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ...
৩৮ মিনিট আগেসম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু মাইকে কথা বলার সময় অসাবধানতাবশত বলে ফেলেছেন, গাজায় ‘২৪ জনের কম’ জিম্মি এখনো জীবিত রয়েছেন। তাঁর এই মন্তব্য জিম্মি পরিবারগুলোকে ক্ষুব্ধ করেছে। তারা বলছে, প্রিয়জনদের ভাগ্য সরকারের হাতে; অথচ তারা এমনভাবে সে তথ্য প্রকাশ করছ
১ ঘণ্টা আগেসৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজ ভিসা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, এসব আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা (৩২ লাখ টাকার বেশি) এবং সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
৩ ঘণ্টা আগে