অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজায় আবারও আগ্রাসন শুরু হলে ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, ইসরায়েল যদি আবারও গাজায় হামলা শুরু করার সিদ্ধান্ত নেয়, তবে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, ‘আমরা ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর সামরিক অভিযান চালাতে একটুও পিছপা হব না এবং লক্ষ্যবস্তু শুধু স্থল বা সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলি একটি কার্গো জাহাজ এখনো আমাদের দখলে।’
কিছুদিন আগে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযানের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েল লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এরপর গত ১৯ নভেম্বর লোহিত সাগরে হেলিকপ্টার নিয়ে দুঃসাহসিক অভিযান চালিয়ে গাড়ি বহনকারী জাহাজটি আটক করেন হুতি যোদ্ধারা। এ সময় এতে বিভিন্ন দেশের ২৫ জন নাবিক ছিলেন।
গত ২৪ নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়। পরে দুই দফায় এর মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়। গত বৃহস্পতিবার সপ্তম দিনের মতো অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হয়। আজ শুক্রবার সকালে যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা। তবে আরও দুই দিনের যুদ্ধবিরতি বাড়ানোর লক্ষ্যে মিসরীয় ও কাতারের কর্মকর্তারা জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এরই মধ্যে আল জাজিরা জানিয়েছে, চতুর্থবারের মতো যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে নিশ্চিত করা হয়নি।
অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজায় আবারও আগ্রাসন শুরু হলে ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, ইসরায়েল যদি আবারও গাজায় হামলা শুরু করার সিদ্ধান্ত নেয়, তবে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সময় আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, ‘আমরা ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর সামরিক অভিযান চালাতে একটুও পিছপা হব না এবং লক্ষ্যবস্তু শুধু স্থল বা সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলি একটি কার্গো জাহাজ এখনো আমাদের দখলে।’
কিছুদিন আগে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযানের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েল লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এরপর গত ১৯ নভেম্বর লোহিত সাগরে হেলিকপ্টার নিয়ে দুঃসাহসিক অভিযান চালিয়ে গাড়ি বহনকারী জাহাজটি আটক করেন হুতি যোদ্ধারা। এ সময় এতে বিভিন্ন দেশের ২৫ জন নাবিক ছিলেন।
গত ২৪ নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়। পরে দুই দফায় এর মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়। গত বৃহস্পতিবার সপ্তম দিনের মতো অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হয়। আজ শুক্রবার সকালে যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা। তবে আরও দুই দিনের যুদ্ধবিরতি বাড়ানোর লক্ষ্যে মিসরীয় ও কাতারের কর্মকর্তারা জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন।
এরই মধ্যে আল জাজিরা জানিয়েছে, চতুর্থবারের মতো যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে নিশ্চিত করা হয়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
৭ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
৮ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৯ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
১১ ঘণ্টা আগে