Ajker Patrika

গাজায় ফের আগ্রাসন শুরু করলে ইসরায়েলে হামলার হুমকি হুতির

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ১০: ৩০
গাজায় ফের আগ্রাসন শুরু করলে ইসরায়েলে হামলার হুমকি হুতির

অবরুদ্ধ ও বিধ্বস্ত গাজায় আবারও আগ্রাসন শুরু হলে ইসরায়েলে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন, ইসরায়েল যদি আবারও গাজায় হামলা শুরু করার সিদ্ধান্ত নেয়, তবে দেশটির বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হবে। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

স্থানীয় সময় আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করা এক টুইটে হুতি মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, ‘আমরা ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর সামরিক অভিযান চালাতে একটুও পিছপা হব না এবং লক্ষ্যবস্তু শুধু স্থল বা সমুদ্রে সীমাবদ্ধ থাকবে না। ইসরায়েলি একটি কার্গো জাহাজ এখনো আমাদের দখলে।’ 

কিছুদিন আগে গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযানের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েল লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে হুতি বিদ্রোহীরা। এরপর গত ১৯ নভেম্বর লোহিত সাগরে হেলিকপ্টার নিয়ে দুঃসাহসিক অভিযান চালিয়ে গাড়ি বহনকারী জাহাজটি আটক করেন হুতি যোদ্ধারা। এ সময় এতে বিভিন্ন দেশের ২৫ জন নাবিক ছিলেন।

গত ২৪ নভেম্বর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি শুরু হয়। পরে দুই দফায় এর মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়। গত বৃহস্পতিবার সপ্তম দিনের মতো অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করা হয়। আজ শুক্রবার সকালে যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা। তবে আরও দুই দিনের যুদ্ধবিরতি বাড়ানোর লক্ষ্যে মিসরীয় ও কাতারের কর্মকর্তারা জোর আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এরই মধ্যে আল জাজিরা জানিয়েছে, চতুর্থবারের মতো যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির জোর সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে নিশ্চিত করা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত