Ajker Patrika

বাড়িতে ড্রোন হামলা, প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ১০
বাড়িতে ড্রোন হামলা, প্রাণে বাঁচলেন ইরাকের প্রধানমন্ত্রী

ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমিকে হত্যার চেষ্টা করা হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী বাগদাদে অবস্থিত তাঁর বাড়িতে ড্রোন হামলা চালানো হয়। ইরাকের সেনাবাহিনীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন।

হামলার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমি একটি টুইট বার্তায় বলেন, আল্লাহর শুকরিয়া। আমি ভালো আছি। আমি ইরাক ও ইরাকিদের মুক্তির জন্য একটি প্রকল্প নিয়ে আছি। বিশ্বাসঘাতকতার ক্ষেপণাস্ত্র বিশ্বাসীদের নিরুৎসাহিত করবে না। আইন আছে।

ইরাকের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামলার ঘটনার পর আল-খাদিমি সুস্থ আছেন। এই ব্যর্থ প্রচেষ্টার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদিমির বাসভবনটি রাজধানী বাগদাদের গ্রিনজোনে অবস্থিত। তবে সুরক্ষিত এলাকা হলেও বিস্ফোরক বহনকারী ড্রোন দিয়ে হামলার মাধ্যমে তাঁকে হত্যার চেষ্টা করা হয়। 

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। গত বছরের মে মাসে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মোস্তফা আল-খাদিমি। এর আগে তিনি দেশটির গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্বপালন করেছেন।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত