Ajker Patrika

গাজার আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ১৮: ৪১
গাজার আল-শিফা হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার

গাজার আলোচিত আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. আবু সালামিয়াকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। আজ বৃহস্পতিবার গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রকাশিত একটি বিবৃতিতে এই খবর জানানো হয়েছে।

হামাসের বিবৃতির বরাতে আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক ছাড়াও কয়েকজন সিনিয়র চিকিৎসককেও গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

বিবৃতিতে হামাস বলেছে, ‘আল-শিফা হাসপাতালে পরিচালক এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের গ্রেপ্তারে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে অনুরোধ করছি, যেন তাদের মুক্তির বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়া হয়।’

বিবৃতিতে জানানো হয়েছে, আল-শিফা হাসপাতালের পরিচালক আবু সালামিয়া হাসপাতাল থেকে অবশিষ্ট রোগী ও আহতদের নিরাপদে স্থানান্তরের ক্ষেত্রে ইসরায়েলি বাহিনীর ওপর চাপ সৃষ্টির জন্য রেডক্রস ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। তাই এই দুটি সংস্থার আন্তর্জাতিক কমিটিকে সালামিয়ার ব্যাপারে কিছু একটা করার আহ্বান জানায় হামাস। খালি করার পরও সালামিয়াসহ কয়েক চিকিৎসক হাসপাতালে অবস্থান করায় তাঁদের গ্রেপ্তার করা হয় বলেও জানানো হয়েছে বিবৃতিতে।

সালামিয়ার গ্রেপ্তারের বিষয়ে ইসরায়েল বলেছে, গাজার দক্ষিণ অংশে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আল-শিফা হাসপাতালকে ঘাঁটি হিসেবে ব্যবহার করার অভিযোগকে অস্বীকার করেছে হামাসসহ হাসপাতাল কর্তৃপক্ষও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত