Ajker Patrika

অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অর্থ পাঠাতে পারবেন সৌদি প্রবাসীরা

আপডেট : ১০ জুন ২০২১, ১১: ৫১
অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অর্থ পাঠাতে পারবেন সৌদি প্রবাসীরা

ঢাকা: আন্তর্জাতিক লেনদেন সহজ করতে একটি স্মার্ট অ্যাপ চালু করেছে সৌদির আরব ন্যাশনাল ব্যাংক (এএনবি)। এর মাধ্যমে গ্রাহকেরা যেকোনো সময়, সহজ ও সুবিধাজনক উপায়ে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তর করতে পারবে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ঘরে বসেই তাৎক্ষণিকভাবে ও সুরক্ষিত উপায়ে লেনদেন করা যাবে। মূলত প্রবাসীরা এর মাধ্যমে সহজে নিজ দেশে অর্থ পাঠাতে পারবে। সৌদিতে থাকা প্রায় ১২ লাখ বাংলাদেশিও এ সুবিধা গ্রহণ করতে পারবে। টেলিমানি কেন্দ্রে যাওয়া ছাড়াই দেশে টাকা পাঠানোর এ সুযোগ বহু সমস্যার সমাধান দেবে।

এএনবির এ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ব্যবহারকারী টেলিমানি অ্যাকাউন্ট খুলতে পারবেন। ব্যবহারকারীরা ফিঙ্গার প্রিন্ট বা ফেস রিকগনিশনের মাধ্যমে দ্রুত লগইন করতে পারবে। এর মাধ্যমে অর্থ স্থানান্তর, পিন পরিবর্তন ও কার্ড অ্যাকটিভ/ইন-অ্যাকটিভ করা যাবে। এ ছাড়া বেতন তোলা, কেনাকাটা, মাদা কার্ড যুক্ত করা, অ্যাকাউন্টের সুবিধাভোগী যোগ করাসহ একগুচ্ছ বিশেষ অফার এবং প্রণোদনা বান্ডিল থাকছে।

এএনবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওবায়দ আলরাশিদ বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটি আমাদের ডিজিটাল রূপান্তর কৌশল বাস্তবায়নে গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার জন্য। এটি মানসম্পন্ন উদ্যোগ এবং পদক্ষেপ বিষয়ক একটি প্যাকেজের অংশ, যা উদ্ভাবনী এবং স্মার্ট সমাধান দেবে।’

প্রসঙ্গত, এএনবি যাত্রা শুরু করে ১৯৯৯ সালে। তখন থেকেই টেলিমানির মাধ্যমে আন্তর্জাতিক রেমিট্যান্স সেবা প্রদানে শীর্ষে রয়েছে। এত দিন ব্যাংকটি এটিএম, টেলিমানি এক্সপ্রেস টার্মিনাল, এএনবি মোবাইল, এএনবি নেট, বেতন কার্ডের মাধ্যমে গ্রাহকেরা এ পরিষেবা পেত। সৌদি জুড়ে এএনবির ৮৬ টি টেলিমানি কেন্দ্র রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

ধর্ষণে মেয়ে গর্ভবতী, বাবার আমৃত্যু কারাদণ্ড

ভারতসহ একসঙ্গে তিন দেশ সামলাবেন মার্কিন রাষ্ট্রদূত, দিল্লিতে মিশ্র প্রতিক্রিয়া

ভোলায় শ্রমিক দল নেতাকে হত্যার চেষ্টা, ছাত্রদল-যুবদলের ৫ জনের নামে মামলা

স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগী অধ্যাপক ফাতেমা দোজা চাকরি থেকে বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত