জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, শুধু গত ৪৮ ঘণ্টায়য় গাজার উত্তরের জাবালিয়া এলাকায় ইসরায়েলি হামলায় ৫০টিরও বেশি শিশু নিহত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান নির্বিচার আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে পোলিও টিকাদান কেন্দ্রের ওপর স্টান গ্রেনেড ছুড়েছে। সেখানে অন্তত চার শিশু আহত হয়েছে। এই আক্রমণ এমন এক সময়ে ঘটেছে, যখন টিকাদান কার্যক্রমের জন্য মানবিক বিরতি দেওয়ার কথা ছিল।
এদিকে ইসরায়েলের হিব্রু ভাষার পত্রিকা ইসরায়েল হাইয়োম দেশটির গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, হামাসের হাতে বন্দী ১০১ জনের মধ্যে ৫১ জন এখনো জীবিত রয়েছেন, যেখানে অবশিষ্ট বন্দীদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তি করার জন্য নেতানিয়াহু প্রশাসনের ওপর চাপ বাড়ছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা করে ২৫১ জনকে ধরে নিয়ে যায় হামাস। এর প্রায় অর্ধেক ইতিমধ্যে মুক্তি পেয়েছে। অন্যদের মধ্যে কেউ কেউ এখনো বন্দী রয়েছে এবং কয়েকজনকে মৃত বলে নিশ্চিত করা হয়েছে বা আশঙ্কা করা হচ্ছে। হামাস একাধিকবার ঘোষণা করেছে, তাদের হাতে থাকা কয়েকজন বন্দী ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।
আজ রোববার ইসরায়েলি নৌবাহিনী দাবি করেছে, তারা লেবানন উপকূলে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ সদস্যকে আটক করেছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে জরুরি অভিযোগ দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। লেবানন সরকার অভিযোগ করছে, ইসরায়েলি বাহিনী বাতরুন উপকূলীয় শহর থেকে একজন লেবানি নাগরিককে অপহরণ করেছে।
লেবানন সরকার ভুক্তভোগীকে ইমাদ আমহাজ নামে শনাক্ত করেছে। তিনি একজন বেসামরিক নৌ কর্মকর্তা। সরকার জানিয়েছে, তাঁকে তাঁর বাসস্থানের মাত্র ১০০ মিটার দূর থেকে অপহরণ করা হয়েছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, গত শুক্রবার ভোরে অপহরণের ঘটনা ঘটে। ওই সময় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনী বাতরুনের সমুদ্রসৈকতে অবতরণ করে এবং আমহাজকে ধরে নিয়ে যায়। সংস্থাটি জানিয়েছে, তাঁকে স্পিডবোটে করে নিয়ে যাওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্স একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লাহর একজন সিনিয়র সদস্যকে আটক করেছে। ওই কর্মকর্তা আরও জানান, অভিযুক্তকে ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, শুধু গত ৪৮ ঘণ্টায়য় গাজার উত্তরের জাবালিয়া এলাকায় ইসরায়েলি হামলায় ৫০টিরও বেশি শিশু নিহত হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান নির্বিচার আক্রমণের তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে পোলিও টিকাদান কেন্দ্রের ওপর স্টান গ্রেনেড ছুড়েছে। সেখানে অন্তত চার শিশু আহত হয়েছে। এই আক্রমণ এমন এক সময়ে ঘটেছে, যখন টিকাদান কার্যক্রমের জন্য মানবিক বিরতি দেওয়ার কথা ছিল।
এদিকে ইসরায়েলের হিব্রু ভাষার পত্রিকা ইসরায়েল হাইয়োম দেশটির গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে, হামাসের হাতে বন্দী ১০১ জনের মধ্যে ৫১ জন এখনো জীবিত রয়েছেন, যেখানে অবশিষ্ট বন্দীদের মুক্তি নিশ্চিত করতে একটি চুক্তি করার জন্য নেতানিয়াহু প্রশাসনের ওপর চাপ বাড়ছে।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলা করে ২৫১ জনকে ধরে নিয়ে যায় হামাস। এর প্রায় অর্ধেক ইতিমধ্যে মুক্তি পেয়েছে। অন্যদের মধ্যে কেউ কেউ এখনো বন্দী রয়েছে এবং কয়েকজনকে মৃত বলে নিশ্চিত করা হয়েছে বা আশঙ্কা করা হচ্ছে। হামাস একাধিকবার ঘোষণা করেছে, তাদের হাতে থাকা কয়েকজন বন্দী ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।
আজ রোববার ইসরায়েলি নৌবাহিনী দাবি করেছে, তারা লেবানন উপকূলে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ সদস্যকে আটক করেছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ বিষয়ে জরুরি অভিযোগ দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। লেবানন সরকার অভিযোগ করছে, ইসরায়েলি বাহিনী বাতরুন উপকূলীয় শহর থেকে একজন লেবানি নাগরিককে অপহরণ করেছে।
লেবানন সরকার ভুক্তভোগীকে ইমাদ আমহাজ নামে শনাক্ত করেছে। তিনি একজন বেসামরিক নৌ কর্মকর্তা। সরকার জানিয়েছে, তাঁকে তাঁর বাসস্থানের মাত্র ১০০ মিটার দূর থেকে অপহরণ করা হয়েছে।
লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, গত শুক্রবার ভোরে অপহরণের ঘটনা ঘটে। ওই সময় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনী বাতরুনের সমুদ্রসৈকতে অবতরণ করে এবং আমহাজকে ধরে নিয়ে যায়। সংস্থাটি জানিয়েছে, তাঁকে স্পিডবোটে করে নিয়ে যাওয়া হয়।
বার্তা সংস্থা রয়টার্স একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লাহর একজন সিনিয়র সদস্যকে আটক করেছে। ওই কর্মকর্তা আরও জানান, অভিযুক্তকে ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে আসা হয়েছে এবং সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪১ মিনিট আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
২ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৩ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৩ ঘণ্টা আগে