অনলাইন ডেস্ক
সৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, ২২ বছর বয়সী খোরশেদ পেশায় একজন পনির বিক্রেতা। গত চার বছর ধরেন আরব আমিরাতের শারজায় কাজ করছেন তিনি। এত দিন স্বপ্ন দেখলেও কখনো বিগ টিকিট কেনার সাহস হয়নি। অবশেষে গত জুলাইয়ে সাহস করে ২০ জনের একটি দল গঠন করে অংশ নেন বিগ টিকিটের সিরিজ ২৭৭-এ। আর প্রথম চেষ্টাতেই বাজিমাত।
বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আবুধাবিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ই-ড্রতে বিজয়ীদের নাম ঘোষণার সময় উপস্থাপক বুশরা প্রথমে খোরশেদের ফোনে দুটি কল করেছিলেন। কিন্তু দুইবারই তিনি ফোন ধরেননি। পরে অবশ্য যোগাযোগ হলে পুরো ঘটনা জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন খোরশেদ।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় খোরশেদ বলেন, ‘আমি খুবই খুশি। এত বড় পুরস্কার পাব, কল্পনাও করিনি। ভাগ্য যদি সহায় হয়, তাহলে সবই সম্ভব।’ তিনি জানান, যেহেতু দলীয়ভাবে টিকিট কেনা হয়েছিল, তাই পুরস্কারের টাকা ২০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া হবে।
ভবিষ্যতে আবার চেষ্টা করবেন কি না—জানতে চাইলে খোরশেদ বিনা দ্বিধায় বলেন, ‘অবশ্যই আবার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘জীবনে একবার হলেও সুযোগ নেওয়া উচিত। কারণ, ভাগ্য যে কোন মুহূর্তে বদলে যেতে পারে। স্বপ্ন দেখুন, চেষ্টা করুন।’
এদিকে বিগ টিকিটের জুলাই মাসের মূল ড্র অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট, আবুধাবিতে। এদিন ঘোষণা করা হবে ২ কোটি দিরহামের গ্র্যান্ড প্রাইজ বিজয়ীর নাম। তবে এখানেই শেষ নয়, আরও ছয়জন ভাগ্যবান প্রতিযোগী পাবেন ৫০ হাজার দিরহাম করে সান্ত্বনা পুরস্কার।
চলতি মাসজুড়েই বিগ টিকিট আয়োজন করছে নানা রকম আকর্ষণীয় বান্ডেল অফার। আগ্রহীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
সৌভাগ্য কাকে বলে, তারই যেন প্রমাণ পেলেন বাংলাদেশি তরুণ মোহাম্মদ খোরশেদ আলম। সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় লটারি বিগ টিকিটে প্রথমবার অংশ নিয়েই জিতে নিয়েছেন ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকারও বেশি। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খবরে বলা হয়েছে, ২২ বছর বয়সী খোরশেদ পেশায় একজন পনির বিক্রেতা। গত চার বছর ধরেন আরব আমিরাতের শারজায় কাজ করছেন তিনি। এত দিন স্বপ্ন দেখলেও কখনো বিগ টিকিট কেনার সাহস হয়নি। অবশেষে গত জুলাইয়ে সাহস করে ২০ জনের একটি দল গঠন করে অংশ নেন বিগ টিকিটের সিরিজ ২৭৭-এ। আর প্রথম চেষ্টাতেই বাজিমাত।
বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আবুধাবিতে অনুষ্ঠিত সাপ্তাহিক ই-ড্রতে বিজয়ীদের নাম ঘোষণার সময় উপস্থাপক বুশরা প্রথমে খোরশেদের ফোনে দুটি কল করেছিলেন। কিন্তু দুইবারই তিনি ফোন ধরেননি। পরে অবশ্য যোগাযোগ হলে পুরো ঘটনা জানতে পেরে আবেগাপ্লুত হয়ে পড়েন খোরশেদ।
বিজয়ের পর প্রতিক্রিয়ায় খোরশেদ বলেন, ‘আমি খুবই খুশি। এত বড় পুরস্কার পাব, কল্পনাও করিনি। ভাগ্য যদি সহায় হয়, তাহলে সবই সম্ভব।’ তিনি জানান, যেহেতু দলীয়ভাবে টিকিট কেনা হয়েছিল, তাই পুরস্কারের টাকা ২০ জনের মধ্যে সমানভাবে ভাগ করে নেওয়া হবে।
ভবিষ্যতে আবার চেষ্টা করবেন কি না—জানতে চাইলে খোরশেদ বিনা দ্বিধায় বলেন, ‘অবশ্যই আবার চেষ্টা করব।’ তিনি আরও বলেন, ‘জীবনে একবার হলেও সুযোগ নেওয়া উচিত। কারণ, ভাগ্য যে কোন মুহূর্তে বদলে যেতে পারে। স্বপ্ন দেখুন, চেষ্টা করুন।’
এদিকে বিগ টিকিটের জুলাই মাসের মূল ড্র অনুষ্ঠিত হবে আগামী ৩ আগস্ট, আবুধাবিতে। এদিন ঘোষণা করা হবে ২ কোটি দিরহামের গ্র্যান্ড প্রাইজ বিজয়ীর নাম। তবে এখানেই শেষ নয়, আরও ছয়জন ভাগ্যবান প্রতিযোগী পাবেন ৫০ হাজার দিরহাম করে সান্ত্বনা পুরস্কার।
চলতি মাসজুড়েই বিগ টিকিট আয়োজন করছে নানা রকম আকর্ষণীয় বান্ডেল অফার। আগ্রহীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের নির্ধারিত কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
ইরানের তেল, গ্যাস ও পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতে সাম্প্রতিক সময়ে ঘন ঘন অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণকে ‘অস্বাভাবিক ও বিপজ্জনক’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির একজন জ্যেষ্ঠ সংসদ সদস্য। এসবের মধ্যে অন্তত কিছু ঘটনার জন্য তিনি ইসরায়েলের সম্ভাব্য তৎপরতাকে দায়ী করেছেন।
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সিডনিতে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আজ রোববার (৩ আগস্ট) লাখো মানুষ অংশ নিয়েছেন ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভে। ‘মার্চ ফর হিউম্যানিটি’ নামে এই বিক্ষোভ মিছিল বিখ্যাত সিডনি হারবার ব্রিজের ওপর অবস্থান নেয়। অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের অনুমোদনের ভিত্তিতে শেষ মুহূর্তে এই মিছিলের বৈধতা দেয়
১০ ঘণ্টা আগেভারতে একটি সরকারি চিঠিতে বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করায় তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। দিল্লির লোদী কলোনি থানার পুলিশ আধিকারিক অমিত দত্ত সম্প্রতি বঙ্গভবনের অফিসার-ইন-চার্জকে একটি চিঠি পাঠান। সেই চিঠিতেই বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে উল্লেখ করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস।
১১ ঘণ্টা আগেজেরুজালেমের আল-আকসা মসজিদে ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের কর্মকাণ্ডকে ‘উসকানিমূলক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে সতর্ক করেছে—এ ধরনের কর্মকাণ্ড পুরো অঞ্চলজুড়ে সংঘাতের আগুনে ঘি ঢেলে দেবে।
১১ ঘণ্টা আগে