Ajker Patrika

ষষ্ঠ সপ্তাহের মতো চলছে ইরানে নারীদের বিক্ষোভ

ষষ্ঠ সপ্তাহের মতো চলছে ইরানে নারীদের বিক্ষোভ

ষষ্ঠ সপ্তাহের মতো চলছে ইরানে পুলিশি হেফাজতে মাশা আমিনির মৃত্যু ঘিরে ছড়িয়ে পড়া বিক্ষোভ। গত শনিবারও দেশটিতে বিক্ষোভ হয়। এতে দোকানি থেকে শুরু করে কারখানার শ্রমিকেরা অংশ নেন। এদিকে ইরানে বিক্ষোভে সরকারের সহিংস দমনপীড়নের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, জার্মানির বার্লিন ও জাপানের টোকিওতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। 

ইরানে জনসম্মুখে নারীদের বাধ্যতামূলক হিজাব পরাসহ কঠোর পর্দা পালনের নিয়ম রয়েছে। এই বিধিগুলো তদারক করার জন্য রয়েছে দেশটির ‘নৈতিকতাবিষয়ক’ পুলিশ। নৈতিকতাবিষয়ক পুলিশের একটি দল গত মাসে ২২ বছর বয়সী তরুণী মাশা আমিনিকে তেহরান থেকে আটক করে। আমিনি তার পরিবারের সঙ্গে তেহরানে ঘুরতে গিয়েছিলেন। আটকের পর মাশা থানায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এরপর থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ইসলামিক প্রজাতন্ত্রের এই দেশে গত কয়েক বছরে এ ধরনের বিক্ষোভ দেখা যায়নি। 

নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেও দেশটির তরুণীরা নিজেদের হিজাব সরিয়ে প্রতিবাদ করেন। তাঁরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দেশটির মানবাধিকার সংগঠনগুলোর বলছে, বিক্ষোভে এখন পর্যন্ত ১২২ জনের মৃত্যু হয়েছে। 

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ফের বিক্ষোভের ডাক দেন আন্দোলনকারীরা। এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, আজ রোববার দেশটির একাধিক শহরে বিক্ষোভ হয়েছে। তবে ইন্টারনেট সংযোগ খুবই ধীর গতির হওয়ায় অনলাইন প্ল্যাটফর্মে এ বিক্ষোভ তেমন ছড়ায়নি। 

ইরানের উপ স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি বলেছেন, ‘আন্দোলন শেষ পর্যায়ে এসেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ কমে আসছে। দাঙ্গাও শেষ হচ্ছে।’ 

এদিকে শনিবার ইরানের নারীদের বিক্ষোভের সমর্থনে বার্লিনের রাস্তায় নামেন প্রায় ৮০ হাজার মানুষ। বিক্ষোভকারীদের মধ্যে বেশির ভাগই ইরানি বংশোদ্ভূত। এ ছাড়া অন্যরাও অংশ নিয়েছেন এতে। 

অন্যদিকে প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনেও রাস্তায় নামেন হাজারো মানুষ। আয়োজকেরা বলেন, ওয়াশিংটনে বিক্ষোভ-মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত