অনলাইন ডেস্ক
গাজায় ইসরায়েলের গণহত্যা চলছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে। সেই দিনের পর থেকে বলা যায়, গাজায় নিরবচ্ছিন্ন হত্যাকাণ্ড চালিয় যাচ্ছে ইসরায়েলি বাহিনী, মাঝের স্বল্প সময়ের যুদ্ধবিরতি ছাড়া। প্রায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি হত্যাযজ্ঞে গাজায় নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর গতকাল মঙ্গলবার জানিয়েছে, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পরিচালিত ইসরায়েলি হামলায় ১৫ হাজার ৬১৩ শিশু নিহত হয়েছে। এই সংখ্যা গাজা ভূখণ্ডে মোট শহীদ হওয়া ৫০ হাজার ৮২ জনের ৩১ শতাংশ।
মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ইনফোগ্রাফিককে এ তথ্য জানানো হয়েছে। ইনফোগ্রাফিকটি ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ২৩ মার্চ পর্যন্ত শিশু হতাহতের চিত্র তুলে ধরে। ইনফ্রোগ্রাফিক অনুযায়ী, শিশুর প্রাণহানির সংখ্যা অবরুদ্ধ অঞ্চলটিতে নিহত মোট ফিলিস্তিনির ৩১ শতাংশ। এ ছাড়া, এই সময়ে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও ৩৩ হাজার ৯০০ শিশু, যা মোট আহত ১ লাখ ১৩ হাজার ৪০৮ জনের ৩০ শতাংশ।
ইনফ্রোগ্রাফিকটিতে আরও বলা হয়েছে, এই সময়ে ইসরায়েল ৮২৫ জন এক বছরের কম বয়সী শিশুকে হত্যা করেছে এবং ২৭৪টি শিশু জন্ম নেওয়ার পরই মারা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েল তাদের গণহত্যা পুনরায় শুরু করার পর ৭৩০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৩৬৭ জন আহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। চিকিৎসা সরঞ্জাম, জ্বালানিসংকট আর হামলার তীব্রতায় উপত্যকাজুড়ে সব হাসপাতালেই কার্যক্রম চালিয়ে যাওয়া দিনে দিনে কঠিন থেকে আরও কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া, ইসরায়েলি হামলায় যে পরিমাণ মানুষ হতাহত হচ্ছে, সে তুলনায় চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা নেই হাসপাতালগুলোর।
ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তার ওপর কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হাসপাতালে হামলা চালাচ্ছে—একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছেন ফিলিস্তিনিরা।
প্রায় এক মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে অবরুদ্ধ উপত্যকা গাজায় পুনরায় বর্বরতা শুরু করেছে নেতানিয়াহুর প্রশাসন। ইসরায়েলি আগ্রাসনে এই এক সপ্তাহে প্রাণ গেছে সাত শতাধিক ফিলিস্তিনির। ২০২৩ সালের ৭ অক্টোবর উপত্যকায় নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা শুরুর পর গত ১৮ মাসের যুদ্ধে গাজায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের ১৭ হাজারই শিশু।
গাজায় ইসরায়েলের গণহত্যা চলছে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে। সেই দিনের পর থেকে বলা যায়, গাজায় নিরবচ্ছিন্ন হত্যাকাণ্ড চালিয় যাচ্ছে ইসরায়েলি বাহিনী, মাঝের স্বল্প সময়ের যুদ্ধবিরতি ছাড়া। প্রায় দেড় বছর ধরে চলা ইসরায়েলি হত্যাযজ্ঞে গাজায় নিহত শিশুর সংখ্যা বেড়ে ১৫ হাজার ৬১৩ জনে দাঁড়িয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে মিডল ইস্ট মনিটর গতকাল মঙ্গলবার জানিয়েছে, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে পরিচালিত ইসরায়েলি হামলায় ১৫ হাজার ৬১৩ শিশু নিহত হয়েছে। এই সংখ্যা গাজা ভূখণ্ডে মোট শহীদ হওয়া ৫০ হাজার ৮২ জনের ৩১ শতাংশ।
মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক ইনফোগ্রাফিককে এ তথ্য জানানো হয়েছে। ইনফোগ্রাফিকটি ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ২৩ মার্চ পর্যন্ত শিশু হতাহতের চিত্র তুলে ধরে। ইনফ্রোগ্রাফিক অনুযায়ী, শিশুর প্রাণহানির সংখ্যা অবরুদ্ধ অঞ্চলটিতে নিহত মোট ফিলিস্তিনির ৩১ শতাংশ। এ ছাড়া, এই সময়ে ইসরায়েলি আগ্রাসনে আহত হয়েছে আরও ৩৩ হাজার ৯০০ শিশু, যা মোট আহত ১ লাখ ১৩ হাজার ৪০৮ জনের ৩০ শতাংশ।
ইনফ্রোগ্রাফিকটিতে আরও বলা হয়েছে, এই সময়ে ইসরায়েল ৮২৫ জন এক বছরের কম বয়সী শিশুকে হত্যা করেছে এবং ২৭৪টি শিশু জন্ম নেওয়ার পরই মারা গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর থেকে ইসরায়েল তাদের গণহত্যা পুনরায় শুরু করার পর ৭৩০ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৩৬৭ জন আহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এদিকে, তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। চিকিৎসা সরঞ্জাম, জ্বালানিসংকট আর হামলার তীব্রতায় উপত্যকাজুড়ে সব হাসপাতালেই কার্যক্রম চালিয়ে যাওয়া দিনে দিনে কঠিন থেকে আরও কঠিন হয়ে পড়ছে। এ ছাড়া, ইসরায়েলি হামলায় যে পরিমাণ মানুষ হতাহত হচ্ছে, সে তুলনায় চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা নেই হাসপাতালগুলোর।
ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তার ওপর কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হাসপাতালে হামলা চালাচ্ছে—একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছেন ফিলিস্তিনিরা।
প্রায় এক মাসের যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ থেকে অবরুদ্ধ উপত্যকা গাজায় পুনরায় বর্বরতা শুরু করেছে নেতানিয়াহুর প্রশাসন। ইসরায়েলি আগ্রাসনে এই এক সপ্তাহে প্রাণ গেছে সাত শতাধিক ফিলিস্তিনির। ২০২৩ সালের ৭ অক্টোবর উপত্যকায় নেতানিয়াহু প্রশাসনের বর্বরতা শুরুর পর গত ১৮ মাসের যুদ্ধে গাজায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের ১৭ হাজারই শিশু।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
১০ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৩১ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে