আজকের পত্রিকা ডেস্ক
চলমান উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাঁর দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য জেনেভায় যাচ্ছেন। আগামীকাল শুক্রবার (২০ জুন) সেখানে তিনি ইউরোপের প্রধান তিন শক্তি—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠক করবেন।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক বিবৃতিতে আরাগচিকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘আমরা শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করব।’
প্রসঙ্গত, ইউরোপীয় দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা চায় ইরান নিশ্চিত করুক যে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
যদিও এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানে নির্ধারিত আলোচনা ইসরায়েলি হামলার কারণে বাতিল হয়ে গিয়েছিল। তবে আগামীকাল ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় এই জেনেভা বৈঠককে সংঘাত কমানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠকে পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনার ভিত্তি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ইসরায়েল ইরানের আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে (ভারী পানির চুল্লি) হামলা চালিয়েছে। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার আগেই কেন্দ্রটি খালি করে ফেলা হয়। যে কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।
চলমান উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তাঁর দেশের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য জেনেভায় যাচ্ছেন। আগামীকাল শুক্রবার (২০ জুন) সেখানে তিনি ইউরোপের প্রধান তিন শক্তি—ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকের সঙ্গে বৈঠক করবেন।
আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এক বিবৃতিতে আরাগচিকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘আমরা শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করব।’
প্রসঙ্গত, ইউরোপীয় দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। তারা চায় ইরান নিশ্চিত করুক যে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধু বেসামরিক উদ্দেশ্যেই ব্যবহৃত হবে। এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
যদিও এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ওমানে নির্ধারিত আলোচনা ইসরায়েলি হামলার কারণে বাতিল হয়ে গিয়েছিল। তবে আগামীকাল ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় এই জেনেভা বৈঠককে সংঘাত কমানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। এই বৈঠকে পারমাণবিক ইস্যু ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনার ভিত্তি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ইসরায়েল ইরানের আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে (ভারী পানির চুল্লি) হামলা চালিয়েছে। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার আগেই কেন্দ্রটি খালি করে ফেলা হয়। যে কারণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি নেই।
ওয়াশিংটনে ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তুরস্কের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে দেশটির কাছে আবারও নিজেদের তৈরি উন্নত এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির সুযোগ দেওয়া হতে পারে।
৫ ঘণ্টা আগেইউক্রেনের রাজধানী কিয়েভের পাঁচ বছরের শিশু টিম হ্রিশচুক কল্পনাও করেনি, তার স্কুলজীবনের প্রথম দিনটি কাটাতে হবে ভূগর্ভস্থ আশ্রয়ে। ২ সেপ্টেম্বর সকালে যখন বিমান হামলার সাইরেন বাজল, তখন সে এবং তার সহপাঠীরা ক্লাসরুম ছেড়ে সোজা চলে যায় বাংকারে।
৬ ঘণ্টা আগেপ্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তাঁর এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।
৬ ঘণ্টা আগেব্যবসার সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে কফি জায়ান্ট স্টারবাকস। কোম্পানিটি ঘোষণা দিয়েছে, তাদের কয়েক শ ক্যাফে বন্ধ করে দেওয়া হবে এবং সদর দপ্তরে নতুন করে ছাঁটাই করা হবে। এসব উদ্যোগ নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটির বর্তমান সিইও ব্রায়ান নিকোলের নেতৃত্বে।
৮ ঘণ্টা আগে