Ajker Patrika

সৌদি ও আরব আমিরাতের কাছে ৫৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

সৌদি ও আরব আমিরাতের কাছে ৫৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে আবারও অস্ত্রের ব্যবসা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের অন্যতম দুই প্রধান দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে দেশটি। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্য়প্রাচ্য় সফরের পর সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। 

আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ত্র বিক্রির বিষয়টি অনুমোদন দিয়েছে। যদিও ক্ষমতায় আসার পর সৌদি আরবের কাছে মারণাস্ত্র বিক্রি বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন বাইডেন। কিন্তু নিজের সেই হুঁশিয়ারিতে অটল থাকলেন না তিনি। 

এদিকে সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব-আমিরাতের (ইউএই) কাছেও অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, দুটি দেশের কাছে সব মিলিয়ে ৫৩০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে প্রায় ৩০০ কোটি ডলারে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করবে। যুক্তরাষ্ট্রের রেথিওন টেকনোলজি এই অস্ত্র সরবরাহ করবে।

একই সঙ্গে ইউএই–এর কাছে টার্মিনাল হাই অলটিট্যুড এরিয়া ডিফেন্স (থাড) নামে একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও বিক্রি করা হবে। প্রায় ২২৫ কোটি ডলারের বিনিময়ে এটি সরবরাহ করবে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন।

জ্বালানি তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি গত ৪০ বছরে সর্বোচ্চে পৌঁছেছে। সৌদি আরব থেকে আরও তেল কিনে পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা করছে দেশটি। এ লক্ষ্যে সৌদি সফরের সময়, দেশটির নেতৃবৃন্দকে তেলের উৎপাদন বাড়াতে অনুরোধ করেছিলেন বাইডেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত