গাজায় চলমান যুদ্ধের পর সেখানে জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী সংস্থা ইউএনআরডব্লিউএয়ের কার্যক্রম বন্ধ রাখতে চাইবে ইসরায়েল। আজ শনিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইউএনআরডব্লিউএয়ের একাধিক কর্মী জড়িত থাকার অভিযোগ করেছে ইসরায়েল। এরপরই পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে গাজায় ইউএনআরডব্লিউএয়ের কার্যক্রম বন্ধ রাখার ইচ্ছের কথা জানান।
পোস্টে ইসরায়েল কাটজ বলেন, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর ইউএনআরডব্লিউএ যেন অঞ্চলটির অংশ হতে না পারে তা নিশ্চিত করা ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের লক্ষ্য। তিনি আরও বলেন, এ ব্যাপারে তিনি যুক্তরাষ্ট্র, ইইউ এবং অন্য প্রধান দাতাদের কাছ থেকেও সমর্থন আদায়ের চেষ্টা করবেন।
ইসরায়েলে হামলায় ইউএনআরডব্লিউএয়ের একাধিক কর্মী জড়িত থাকার অভিযোগের পর কয়েকটি দেশ সংস্থাটিতে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে।
আজ শাব্বাতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে সতর্ক করে আসছি, ইউএনআরডব্লিউএ শরণার্থী ইস্যুকে বাঁচিয়ে রেখে শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। তারা গাজায় হামাসের বেসামরিক বাহিনী হিসেবে কাজ করে।’
তিনি আরও বলেন, ‘ইউএনআরডব্লিউএ কোনো সমাধান নয়। এর অনেক কর্মীই হামাসের মতো খুন ও সন্ত্রাসের মতাদর্শী। তারা সন্ত্রাসী কার্যকলাপে সহায়তার মাধ্যমে হামাসের কর্তৃত্ব বজায় রাখার কাজ করে।’
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে ইউএনআরডব্লিউএয়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
হামাস আজ ইউএনআরডব্লিউএয়ের বিরুদ্ধে ইসরায়েলি হুমকির নিন্দা জানিয়েছে। সে সঙ্গে, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে হুমকি ও ব্ল্যাকমেল না করারও আহ্বান জানিয়েছে তারা।
এদিকে, আজ ইউএনআরডব্লিউএয়ের কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি সাংবাদিকদের এই অভিযোগের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সংস্থাটি ইতিমধ্যে অভিযোগ আসা কর্মীদের চাকরিচ্যুত করেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে বা কয়জন কর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে—সে ব্যাপারে বলেননি লাজারিনি।
পাশাপাশি, গত ৭ অক্টোবরের হামলার সঙ্গে এই কর্মীদের কী ধরনের সংশ্লিষ্টতা ছিল, সে সম্পর্কেও কোনো মন্তব্য করেননি তিনি।
গাজায় চলমান যুদ্ধের পর সেখানে জাতিসংঘের ত্রাণ ও মানবিক সহায়তা সরবরাহকারী সংস্থা ইউএনআরডব্লিউএয়ের কার্যক্রম বন্ধ রাখতে চাইবে ইসরায়েল। আজ শনিবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় ইউএনআরডব্লিউএয়ের একাধিক কর্মী জড়িত থাকার অভিযোগ করেছে ইসরায়েল। এরপরই পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে গাজায় ইউএনআরডব্লিউএয়ের কার্যক্রম বন্ধ রাখার ইচ্ছের কথা জানান।
পোস্টে ইসরায়েল কাটজ বলেন, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর ইউএনআরডব্লিউএ যেন অঞ্চলটির অংশ হতে না পারে তা নিশ্চিত করা ইসরায়েল পররাষ্ট্র মন্ত্রণালয়ের লক্ষ্য। তিনি আরও বলেন, এ ব্যাপারে তিনি যুক্তরাষ্ট্র, ইইউ এবং অন্য প্রধান দাতাদের কাছ থেকেও সমর্থন আদায়ের চেষ্টা করবেন।
ইসরায়েলে হামলায় ইউএনআরডব্লিউএয়ের একাধিক কর্মী জড়িত থাকার অভিযোগের পর কয়েকটি দেশ সংস্থাটিতে আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে।
আজ শাব্বাতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেন, ‘আমরা বছরের পর বছর ধরে সতর্ক করে আসছি, ইউএনআরডব্লিউএ শরণার্থী ইস্যুকে বাঁচিয়ে রেখে শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে। তারা গাজায় হামাসের বেসামরিক বাহিনী হিসেবে কাজ করে।’
তিনি আরও বলেন, ‘ইউএনআরডব্লিউএ কোনো সমাধান নয়। এর অনেক কর্মীই হামাসের মতো খুন ও সন্ত্রাসের মতাদর্শী। তারা সন্ত্রাসী কার্যকলাপে সহায়তার মাধ্যমে হামাসের কর্তৃত্ব বজায় রাখার কাজ করে।’
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘকে ইউএনআরডব্লিউএয়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
হামাস আজ ইউএনআরডব্লিউএয়ের বিরুদ্ধে ইসরায়েলি হুমকির নিন্দা জানিয়েছে। সে সঙ্গে, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে হুমকি ও ব্ল্যাকমেল না করারও আহ্বান জানিয়েছে তারা।
এদিকে, আজ ইউএনআরডব্লিউএয়ের কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি সাংবাদিকদের এই অভিযোগের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সংস্থাটি ইতিমধ্যে অভিযোগ আসা কর্মীদের চাকরিচ্যুত করেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু করেছে। তবে কতজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে বা কয়জন কর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে—সে ব্যাপারে বলেননি লাজারিনি।
পাশাপাশি, গত ৭ অক্টোবরের হামলার সঙ্গে এই কর্মীদের কী ধরনের সংশ্লিষ্টতা ছিল, সে সম্পর্কেও কোনো মন্তব্য করেননি তিনি।
রিপাবলিক বাংলার জনপ্রিয় উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি তাঁর উত্তেজনাপূর্ণ, বিদ্বেষপূর্ণ এবং কখনো কখনো হাস্যকর উপস্থাপনার জন্য পরিচিত। গত ২৪ এপ্রিল তিনি সন্ধ্যার একটি অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষ ভারতীয়দের দেশ ছাড়তে বলেন। উত্তেজিত কণ্ঠে তিনি বলেন, ভারতের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি মুছে ফেলতে হবে।
৬ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর অপরাধীদের আবাসস্থল হিসেবে পরিচিত আলকাতরাজ কারাগার ১৯৬৩ সালেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে এটি শুধুমাত্র পর্যটকদের জন্যই উন্মুক্ত ছিল। কিন্তু এবার পরিস্থিতি পাল্টাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ৬২ বছর পর এটি আবারও...
৭ ঘণ্টা আগেপারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে আজ সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে ‘সর্বোচ্চ সংযমী’ এবং ‘যুদ্ধের পথ থেকে সরে আসার’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ‘সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ...
৭ ঘণ্টা আগেসম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু মাইকে কথা বলার সময় অসাবধানতাবশত বলে ফেলেছেন, গাজায় ‘২৪ জনের কম’ জিম্মি এখনো জীবিত রয়েছেন। তাঁর এই মন্তব্য জিম্মি পরিবারগুলোকে ক্ষুব্ধ করেছে। তারা বলছে, প্রিয়জনদের ভাগ্য সরকারের হাতে; অথচ তারা এমনভাবে সে তথ্য প্রকাশ করছ
৭ ঘণ্টা আগে