Ajker Patrika

মার্কিন নৌবাহিনীর দুটি ড্রোন আটকে রেখেছিল ইরান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১১: ৪৪
মার্কিন নৌবাহিনীর দুটি ড্রোন আটকে রেখেছিল ইরান

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর চালকবিহীন দুটি গবেষণা জাহাজ লোহিত সাগরে সংক্ষিপ্ত সময়ের জন্য আটকে রেখেছিল ইরান। পরে আবার তা ছেড়েও দিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজ জামারান গত বৃহস্পতিবার লোহিত সাগরে সন্ত্রাসবিরোধী অভিযান চালানোর সময় আন্তর্জাতিক শিপিং রুটে বেশ কয়েকটি মার্কিন গবেষণা জাহাজের মুখোমুখি হয়েছিল। মনুষ্যবিহীন এসব জাহাজের মধ্যে দুটিকে আটক করে এক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে ইরানের নৌবাহিনী। 

রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, দুবার সতর্ক করার পর সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ওই দুটি ড্রোন আটক করা হয়েছিল। 

এদিকে মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজগুলো প্রায় ২০০ দিন ধরে লোহিত সাগরের আশপাশে ছিল। ওই সব জাহাজ আশপাশের পরিবেশের ছবি তুলছিল। গত ১ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টার দিকে মার্কিন পঞ্চম নৌবহর বুঝতে পারে যে ইরানি জাহাজ মার্কিন জাহাজের কাছে আসছে এবং পরে সেগুলো পানি থেকে সরিয়ে নিয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, পরিস্থিতি শান্ত করার জন্য এবং ইরানের যুদ্ধজাহাজের সঙ্গে যোগাযোগ করার জন্য ইউএসএস নিটজে ও ডেলবার্ট ডি ব্ল্যাক নামের দুটি মার্কিন জাহাজ ঘটনাস্থলে ছিল। এ দুটি জাহাজ ওই এলাকার কাছাকাছি ছিল। 

পরদিন (শুক্রবার) সকাল ৮টার দিকে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলো ছেড়ে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত