ইরানে নীতি পুলিশের হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ–বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে। দেশটির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনে সহিংসতার আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে। এরই মধ্যে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে করা বিক্ষোভে সহিংস আচরণের কারণে ইরানকে ‘আরও মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি বার্তা দেন। বাইডেন হুঁশিয়ারি দিলেও কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা জানাননি। তবে বাইডেন তাঁর ভাষণে ইরানের কর্মকর্তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন।
বাইডেন ইরানি কর্মকর্তাদের দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস আচরণকারী অপরাধীদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে। আমরা ইরানি কর্মকর্তাদের দায়বদ্ধতার মধ্যে রাখতে চাপ অব্যাহত রাখব এবং ইরানিদের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করে যাব।’
তবে বাইডেনের হুঁশিয়ারিকে বেশ শক্তভাবেই আমলে নিয়েছে। বাইডেনের মন্তব্যের জবাবে স্থানীয় সময় আজ মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র ভণ্ডামি করছে।’
এদিকে, ইরানে চলমান বিক্ষোভের নেপথ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ শুরুর পর প্রথম প্রকাশ্যে এ বিষয়ে মুখ খুললেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে এক দশকের মধ্যে এই বিক্ষোভ সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। খামেনি বলেন, এই ‘দাঙ্গা’ ইরানের চিরশত্রুরা এবং তাদের মিত্রদের ইন্ধনে হচ্ছে। বিক্ষোভে হিজাবের সঙ্গে পবিত্র কোরআনও পোড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতি ভবিষ্যৎ বিক্ষোভ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা।
উল্লেখ্য, সম্প্রতি ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই তরুণীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এ ছাড়া গ্রেপ্তার হয়েছে হাজার হাজার মানুষ।
ইরানে নীতি পুলিশের হেফাজতে ২২ বছরের কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে প্রতিবাদ–বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানজুড়ে। দেশটির সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দমনে সহিংসতার আশ্রয় নেওয়ার অভিযোগ রয়েছে। এরই মধ্যে মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে করা বিক্ষোভে সহিংস আচরণের কারণে ইরানকে ‘আরও মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি বার্তা দেন। বাইডেন হুঁশিয়ারি দিলেও কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা জানাননি। তবে বাইডেন তাঁর ভাষণে ইরানের কর্মকর্তাদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছেন।
বাইডেন ইরানি কর্মকর্তাদের দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস আচরণকারী অপরাধীদের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করবে। আমরা ইরানি কর্মকর্তাদের দায়বদ্ধতার মধ্যে রাখতে চাপ অব্যাহত রাখব এবং ইরানিদের স্বাধীনভাবে প্রতিবাদ করার অধিকারকে সমর্থন করে যাব।’
তবে বাইডেনের হুঁশিয়ারিকে বেশ শক্তভাবেই আমলে নিয়েছে। বাইডেনের মন্তব্যের জবাবে স্থানীয় সময় আজ মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, ‘মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র ভণ্ডামি করছে।’
এদিকে, ইরানে চলমান বিক্ষোভের নেপথ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জড়িত বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ শুরুর পর প্রথম প্রকাশ্যে এ বিষয়ে মুখ খুললেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে এক দশকের মধ্যে এই বিক্ষোভ সবচেয়ে বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। খামেনি বলেন, এই ‘দাঙ্গা’ ইরানের চিরশত্রুরা এবং তাদের মিত্রদের ইন্ধনে হচ্ছে। বিক্ষোভে হিজাবের সঙ্গে পবিত্র কোরআনও পোড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতি ভবিষ্যৎ বিক্ষোভ মোকাবিলায় নিরাপত্তা বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা।
উল্লেখ্য, সম্প্রতি ইরানে নৈতিকতা পুলিশের হেফাজতে মাশা আমিনির মৃত্যুর ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। ওই তরুণীর মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ করা হয়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এ ছাড়া গ্রেপ্তার হয়েছে হাজার হাজার মানুষ।
চলমান যুদ্ধ বন্ধে ইউক্রেনকে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর যুক্তি, ‘রাশিয়া খুবই বড় শক্তি, ইউক্রেন নয়। তাই যুদ্ধ এড়িয়ে টিকে থাকতে হলে চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই।’ এই মন্তব্য ট্রাম্পের আলাস্কা বৈঠকের পর এসেছে...
৩ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ক্ষমতায় থাকাকালে চীন কখনোই তাইওয়ানে আক্রমণ করবে না। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। খবর রয়টার্সের।
৪ ঘণ্টা আগেবোল্টন বলেছেন, ‘এই বৈঠকের পর ট্রাম্প কিছুই পাননি। যা পেয়েছেন তা হলো, আরও কিছু বৈঠকের প্রতিশ্রুতি। অন্যদিকে পুতিন ‘সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে অনেক দূর এগিয়ে গেছেন, যা আমি সব সময় তাঁর প্রধান লক্ষ্য বলে মনে করেছি।’
৬ ঘণ্টা আগেইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হয়তো আশা করেছিলেন, এই বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে একটি চুক্তি হবে। কিন্তু এমন কোনো কিছুই হয়নি। তাই ট্রাম্পের সঙ্গে সরাসরি আলোচনার জন্য সোমবার ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি।
৬ ঘণ্টা আগে