Ajker Patrika

ইরানে জঙ্গি হামলায় অন্তত ১১ পুলিশ নিহত

ইরানে জঙ্গি হামলায় অন্তত ১১ পুলিশ নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিস্তান-বেলুচিস্তানের এক পুলিশ স্টেশনে জিহাদি গোষ্ঠীর হামলায় অন্তত ১১ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এ খবর জানিয়েছেন একজন সরকারি কর্মকর্তা।

রাষ্ট্রীয় চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে বেশ কয়েকজন হামলাকারীও নিহত হয়েছে। প্রদেশটির ডেপুটি গভর্নর আলিরেজা মারহামাতি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, রাস্ক শহরে পুলিশ সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত এবং অন্যরা আহত হয়েছেন।

সুন্নি মুসলিম জিহাদি জাইশ আল-আদল (আর্মি অব জাস্টিস) গ্রুপ তাদের টেলিগ্রাম চ্যানেলে এক সংক্ষিপ্ত বিবৃতিতে হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। ২০১২ সালে গঠিত জাইশ আল-আদলকে ইরান ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে ইরানের সীমান্তের কাছে অবস্থিত অঞ্চলটিতে মধ্যরাতে ঘটে যাওয়া এই হামলাকে বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী হিসেবে ধরা হচ্ছে।

আলিরেজা মারহামাতিকে উদ্ধৃত করে ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ বলেছে, সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া পুলিশ স্টেশনের অফিসাররা সাহসিকতার সঙ্গে আত্মরক্ষা করে কয়েকজন হামলাকারীকে আহত এবং হত্যা করেছিলেন।

জাহেদানের প্রসিকিউটর মেহেদি শামসাবাদি আইআরএনএকে বলেছেন, সাত পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন—যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আইআরএনএ জানিয়েছে, হামলার তদন্ত শুরু হয়েছে। ইরান-পাকিস্তান সীমান্তে পাহাড়ের ওপর হামলাকারীদের খোঁজে হেলিকপ্টারের ফুটেজ প্রকাশ করেছে সরকারি বার্তা সংস্থা।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অস্থিরতার সঙ্গে মাদক চোরাচালানকারী দল, বেলুচি সংখ্যালঘু বিদ্রোহী এবং সুন্নি মুসলিম চরমপন্থীরা জড়িত। এর আগেও একই ধরনের হামলা হয়েছে, যেখানে গত ২৩ জুলাই টহলরত অবস্থায় চার পুলিশ সদস্য নিহত হয়েছিল।

তার দুই সপ্তাহ আগে প্রদেশটিতে পুলিশের সঙ্গে জাইশ আল-আদলের বন্দুকযুদ্ধে দুই পুলিশ সদস্য এবং চার হামলাকারী নিহত হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত