এক নারীকে হিজাব পরে প্রবেশে বাধা দেওয়ায় বাহরাইনের জনপ্রিয় একটি ভারতীয় রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, রেস্টুরেন্টটি বাহরাইনের রাজধানী মানামার পর্যটন এলাকা আদলিয়ায় অবস্থিত। রেস্টুরেন্টটির নাম দ্য ল্যানটার্নস।
বাহরাইন পর্যটন ও প্রদর্শনী কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একজন হিজাব পরা নারীকে রেস্টুরেন্টে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
ভিডিওতে বলছেন তিনি তাঁর বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছিলেন। কিন্তু তাঁর হিজাব পরিহিত বন্ধুকে প্রবেশ করতে না দেওয়ায় তিনি অবাক হয়েছেন।
বাহরাইনের পর্যটন মন্ত্রণালয় সমস্ত পর্যটন আউটলেটকে সরকারি বিধান মেনে চলতে এবং রাষ্ট্রের আইন লঙ্ঘন না করতে নির্দেশ দিয়েছে।
একটি বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা এমন সব কাজ প্রত্যাখ্যান করি, যা মানুষের বিরুদ্ধে বৈষম্য করে।’
এদিকে এ ঘটনায় একটি বিবৃতিতে ভুলের জন্য ক্ষমা চেয়েছে ভারতীয় রেস্টুরেন্ট ল্যানটার্ন। একটি বিবৃতিতে বলা হয়, একজন ম্যানেজারের একটি ভুল করেছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হিজাব পরা নিয়ে বিতর্ক চলছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। বহু শিক্ষার্থী হিজাব খুলতে অস্বীকার করায় পরীক্ষা দিতে পারেনি। অনেকের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম।
এক নারীকে হিজাব পরে প্রবেশে বাধা দেওয়ায় বাহরাইনের জনপ্রিয় একটি ভারতীয় রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এমনটি জানিয়েছে আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, রেস্টুরেন্টটি বাহরাইনের রাজধানী মানামার পর্যটন এলাকা আদলিয়ায় অবস্থিত। রেস্টুরেন্টটির নাম দ্য ল্যানটার্নস।
বাহরাইন পর্যটন ও প্রদর্শনী কর্তৃপক্ষ জানায়, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, একজন হিজাব পরা নারীকে রেস্টুরেন্টে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
ভিডিওতে বলছেন তিনি তাঁর বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে গিয়েছিলেন। কিন্তু তাঁর হিজাব পরিহিত বন্ধুকে প্রবেশ করতে না দেওয়ায় তিনি অবাক হয়েছেন।
বাহরাইনের পর্যটন মন্ত্রণালয় সমস্ত পর্যটন আউটলেটকে সরকারি বিধান মেনে চলতে এবং রাষ্ট্রের আইন লঙ্ঘন না করতে নির্দেশ দিয়েছে।
একটি বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা এমন সব কাজ প্রত্যাখ্যান করি, যা মানুষের বিরুদ্ধে বৈষম্য করে।’
এদিকে এ ঘটনায় একটি বিবৃতিতে ভুলের জন্য ক্ষমা চেয়েছে ভারতীয় রেস্টুরেন্ট ল্যানটার্ন। একটি বিবৃতিতে বলা হয়, একজন ম্যানেজারের একটি ভুল করেছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হিজাব পরা নিয়ে বিতর্ক চলছে। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। বহু শিক্ষার্থী হিজাব খুলতে অস্বীকার করায় পরীক্ষা দিতে পারেনি। অনেকের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
১ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৫ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৬ ঘণ্টা আগে