Ajker Patrika

ইরানের সরকারি বাহিনীর বিরুদ্ধে শিশুদের আটক করার অভিযোগ

ইরানের সরকারি বাহিনীর বিরুদ্ধে শিশুদের আটক করার অভিযোগ

ইরানে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর ইস্যুতে ক্রমেই অস্থিতিশীলতা বাড়ছে। মানবাধিকার সংস্থারগুলোর দাবি এই ইস্যুতে সরকারি বাহিনীর দমন–পীড়নে প্রতিবাদ–বিক্ষোভকারীদের মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তবে সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে আনীত সবচেয়ে বড় অভিযোগ হলো, নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবার শিশুদেরও আটক করছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যমে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাশা আমিনির মৃত্যুর ঘটনায় বিক্ষোভের কারণে ইরানের বিভিন্ন স্কুলের শিশু শিক্ষার্থীদেরও আটক করছে ইরানের নিরাপত্তা বাহিনী। গত রোববার কুর্দিস্তান প্রদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ‘নম্বর প্লেট’ ছাড়া ভ্যান নিয়ে স্কুল প্রাঙ্গণে ঢুকে শিক্ষার্থীদের আটক করা হয়। 

গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত রোববার কুর্দিস্তান প্রদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ঘোষণা দেয় দিয়েছে কর্তৃপক্ষ। তার আগেই শিশুদের আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে শিশু শিক্ষার্থীদের আটক করার বিষয়টি অস্বীকার করেছেন দেশটির শিক্ষামন্ত্রী মোহাম্মদ মাহদি কাজেম। 

ইরানের নীতি পুলিশের হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে ইরানজুড়ে চলমান বিক্ষোভ গড়িয়েছে চতুর্থ সপ্তাহে। বিক্ষোভে গত শনিবার পর্যন্ত ১৯ শিশুসহ অন্তত ১৮৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। আজ সোমবার সকালেও গুলি ও বিস্ফোরকের শব্দ শোনা গেছে ইরানের পশ্চিমাঞ্চলের একটি শহরে। বিক্ষোভকারীদের বরাতে অস্ট্রেলীয় সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ বলেছে, এ সময় একজনের মৃত্যু হয়েছে। 

এদিকে, চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জার্মানি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক গতকাল রোববার বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইরানের প্রবেশাধিকার নিষিদ্ধ করা ও তাদের সম্পদ জব্দ করা নিশ্চিত করবে জার্মানি।’ 

গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিক পুলিশের হাতে আটক অবস্থায় কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুর পর সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমন করতে ইরান সরকার সহিংসতার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ইরানে সরকারের দাবি, এসব প্রচার পশ্চিমাদের ষড়যন্ত্র। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত