Ajker Patrika

লোহিতসাগরে ভারতমুখী তেলবাহী ট্যাংকারে হুতির ক্ষেপণাস্ত্র হামলা 

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১১: ২৮
লোহিতসাগরে ভারতমুখী তেলবাহী ট্যাংকারে হুতির ক্ষেপণাস্ত্র হামলা 

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ভারতমুখী একটি তেলবাহী অয়েল ট্যাংকারে। আজ শনিবার সকালে হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা লোহিতসাগরে অ্যান্ড্রোমিডা স্টার নামে একটি অয়েল ট্যাংকারে জ্বালানিবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলা শুরুর পর গাজাবাসীর পাশে থাকার ঘোষণা দেয় হুতিরা। সেই ঘোষণার পর থেকে ওই অঞ্চলের সাগরে একের পর এক ইসরায়েল অভিমুখী বা পশ্চিমা পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। গতকাল শুক্রবার অ্যান্ড্রোমিডা স্টারে হামলা সেই ঘোষণার সর্বশেষ উদাহরণ। 

হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী ইয়েমেন থেকে লোহিতসাগরে তিনটি অ্যান্টি শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর ফলে অ্যান্ড্রোমিডা স্টার জাহাজের সামান্য ক্ষতি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে সেন্টকম জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র এমভি মাইশা নামে আরেকটি জাহাজের পাশে পড়েছে। তবে ওই জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। 

যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাসংক্রান্ত প্রতিষ্ঠান অ্যামব্রে জানিয়েছে, হুতিদের হামলায় জ্বালানিবাহী জাহাজটির ক্ষতির শিকার হওয়ার খবর জানিয়েছেন ওই জাহাজের মাস্টার। অ্যান্ড্রোমিডা স্টার পানামার পতাকাবাহী, তবে ব্রিটিশ মালিকানাধীন একটি জাহাজ বলে জানিয়েছেন হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি। যদিও অ্যামব্রে বলছে, সম্প্রতি জাহাজের মালিকানা বদল হয়েছে। 

অ্যাম্ব্রে জানিয়েছে, অ্যান্ড্রোমিডা স্টার বর্তমানে সিচেলিসে রেজিস্ট্রি করা একটি জাহাজ। তেলবাহী এই ট্যাংকার রাশিয়া থেকে তেল পরিবহনের কাজে নিয়োজিত আছে। জাহাজটি রাশিয়ার প্রিমরস্ক বন্দর থেকে ভারতের গুজরাট রাজ্যের দ্বারকা জেলার ভাদিনার বন্দরের দিকে যাচ্ছিল।

হুতিদের হামলা থেকে বাণিজ্য জাহাজগুলোকে সুরক্ষা দিতে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে টহল জোরদার করেছে বহুজাতিক বাহিনীর যুদ্ধজাহাজ। গতকাল শুক্রবার সুয়েজ খাল হয়ে লোহিত সাগরে টহল দেয় যুদ্ধজাহাজ ইউএসএস ডুইট ডি আইজেনহাওয়ার। এর পরও ওই জলসীমায় হামলার ঘটনা ঘটল। 

এ ছাড়া গতকাল হুতিরা ইয়েমেনের সায়াদা প্রদেশের বিমানঘাঁটিতে আমেরিকান এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত