ইরাকের মসুল শহরের ঐতিহাসিক আল নুরি মসজিদের হেলে থাকা মিনার এবং খ্রিষ্টান ধর্মীয় স্থাপনাগুলো পুনর্নির্মাণের পর আবারও মাথা তুলে দাঁড়িয়েছে। ২০১৭ সালে আইএস যোদ্ধা এগুলোকে ধ্বংস করেছিল।
বুধবার দ্য ন্যাশনাল জানিয়েছে, ইউনেসকোর নেতৃত্বে এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের অর্থায়নে ওই স্থাপত্যগুলোর পুনঃ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বলা হচ্ছে—এই উদ্যোগ শুধু ইট-পাথরের পুনর্জন্ম নয়, বরং এটি ধর্মীয় সহাবস্থানের এক নতুন বার্তা বহন করছে।
অনেক পুরোনো মসুল শহরের জটিল অলিগলির মাঝে ৮৫০ বছর ধরে দাঁড়িয়ে থাকা আল নুরি মসজিদের মিনার এই শহরের প্রতীক হয়ে উঠেছিল। ২০১৭ সালে আইএস জঙ্গিরা ধ্বংস করে দেওয়ার আগে এটি ছিল স্থানীয় শাকির মাহমুদের মতো হাজারো বাসিন্দার পরিচয়ের অংশ।
মিনারটিকে আবারও নতুন করে গড়ে তোলার বিষয়ে ৫৫ বছর বয়সী শাকির বলেন, ‘এটি আমাদের আত্মার পুনর্জন্ম। মসুলের এসব নিদর্শন আবার উঠে দাঁড়ানো দেখে আমরা আনন্দিত। এটি আমাদের উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগাচ্ছে।’
শুধু মসজিদই নয়, মসুল শহরের আল সা’আ ও আল-তাহেরা গির্জার ঘণ্টাধ্বনি আবারও বাজতে শুরু করবে বলে জানা গেছে। শহরটি আইএসের দখলে থাকা অবস্থায় এবং তাদের পতনের সময় এগুলোকে ধ্বংস করা হয়েছিল।
২০১৪ সালে মাত্র এক সপ্তাহের ব্যবধানে মসুল দখল করে নিয়েছিল আইএস বাহিনী। পরে তারা ইসলামি, খ্রিষ্টান, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে বিধর্মী স্থাপনা আখ্যা দিয়ে ধ্বংস করতে শুরু করে।
২০১৮ সালে ‘রিভাইভ দ্য স্পিরিট অব মসুল’ প্রকল্পের ঘোষণা দিয়েছিল ইউনেসকো। এই প্রকল্প শুধু স্থাপত্য নয়, মানবিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের ওপরও গুরুত্ব দেয়।
গত মাসেই (জানুয়ারি) ইউনেসকোর মহাপরিচালক আদ্রে আজুলে ঘোষণা দেন, আল নুরি মসজিদের মিনার ও দুটি গির্জার পুনঃ নির্মাণ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম মসুল তার প্রকৃত পরিচয়ে ফিরে আসুক। সংযোগের এই শহরে সহাবস্থান ও সংস্কৃতির শক্তির মাধ্যমে পুনর্গঠন সম্ভব।’
জানা গেছে, ধ্বংসস্তূপ সরানো, বিস্ফোরক পরিষ্কার করা এবং ঐতিহাসিক স্থাপত্যের মূল অংশ যতটা সম্ভব সংরক্ষণ করাই ছিল কর্তৃপক্ষের প্রধান চ্যালেঞ্জ। আল নুরি মসজিদের ৪৫ মিটার উঁচু মিনারটি পুনরায় ঐতিহ্যবাহী ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। সংযুক্ত করা হয়েছে পুরোনো কাঠামোর বেঁচে থাকা অংশগুলোকেও।
ইউনেসকোর প্রকল্প পরিচালক মারিয়া রিটা অ্যাসেটোসো বলেন, ‘এটি দীর্ঘ, কঠিন, কিন্তু সুন্দর ও ফলপ্রসূ একটি যাত্রা। আমি আশা করি, এটি মসুলের মানুষকে নতুন আশা দেবে।’
এক সময় মসুলে প্রায় ৫০ হাজার খ্রিষ্টান বসবাস করত, যা ছিল শহরের মোট জনসংখ্যার ১০ শতাংশ। কিন্তু আইএসের দখলের সময় খ্রিষ্টান বাসিন্দারা হয় পালিয়ে যায়, না হয় তাদের হত্যা করা হয়।
বর্তমানে মসুলের ৩০ লাখ মানুষের মাঝে মাত্র ৭০টি খ্রিষ্টান পরিবার বেঁচে আছে। এই শহরের আল তাহেরা গির্জাটি নির্মিত হয়েছিল ১৮৫৯ সালে। আইএস এই গির্জাটিকে প্রথমে জেলখানা হিসেবে ব্যবহার করেছিল। পরে তারা এটিকে ধ্বংস করে দেয়।
বর্তমানে আল তাহেরা গির্জা আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার সংমিশ্রণে তৈরি হয়েছে। এর উঁচু গম্বুজ, খোদাই করা প্রাচীর ও মার্বেলের বেদি এক পবিত্র পরিবেশ তৈরি করেছে।
গির্জার ফাদার রায়েদ আদেল বলেন, ‘আমরা কল্পনাও করিনি, পুনর্নির্মাণ এত সুন্দর হবে। এটি আমাদের জন্য এক স্বপ্নের বাস্তবায়ন। কিন্তু শুধু গির্জা নির্মাণ যথেষ্ট নয়—খ্রিষ্টানদের পুনর্বাসনের জন্য আরও সরকারি উদ্যোগ প্রয়োজন।’
ইরাকের মসুল শহরের ঐতিহাসিক আল নুরি মসজিদের হেলে থাকা মিনার এবং খ্রিষ্টান ধর্মীয় স্থাপনাগুলো পুনর্নির্মাণের পর আবারও মাথা তুলে দাঁড়িয়েছে। ২০১৭ সালে আইএস যোদ্ধা এগুলোকে ধ্বংস করেছিল।
বুধবার দ্য ন্যাশনাল জানিয়েছে, ইউনেসকোর নেতৃত্বে এবং সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের অর্থায়নে ওই স্থাপত্যগুলোর পুনঃ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। বলা হচ্ছে—এই উদ্যোগ শুধু ইট-পাথরের পুনর্জন্ম নয়, বরং এটি ধর্মীয় সহাবস্থানের এক নতুন বার্তা বহন করছে।
অনেক পুরোনো মসুল শহরের জটিল অলিগলির মাঝে ৮৫০ বছর ধরে দাঁড়িয়ে থাকা আল নুরি মসজিদের মিনার এই শহরের প্রতীক হয়ে উঠেছিল। ২০১৭ সালে আইএস জঙ্গিরা ধ্বংস করে দেওয়ার আগে এটি ছিল স্থানীয় শাকির মাহমুদের মতো হাজারো বাসিন্দার পরিচয়ের অংশ।
মিনারটিকে আবারও নতুন করে গড়ে তোলার বিষয়ে ৫৫ বছর বয়সী শাকির বলেন, ‘এটি আমাদের আত্মার পুনর্জন্ম। মসুলের এসব নিদর্শন আবার উঠে দাঁড়ানো দেখে আমরা আনন্দিত। এটি আমাদের উজ্জ্বল ভবিষ্যতের আশা জাগাচ্ছে।’
শুধু মসজিদই নয়, মসুল শহরের আল সা’আ ও আল-তাহেরা গির্জার ঘণ্টাধ্বনি আবারও বাজতে শুরু করবে বলে জানা গেছে। শহরটি আইএসের দখলে থাকা অবস্থায় এবং তাদের পতনের সময় এগুলোকে ধ্বংস করা হয়েছিল।
২০১৪ সালে মাত্র এক সপ্তাহের ব্যবধানে মসুল দখল করে নিয়েছিল আইএস বাহিনী। পরে তারা ইসলামি, খ্রিষ্টান, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে বিধর্মী স্থাপনা আখ্যা দিয়ে ধ্বংস করতে শুরু করে।
২০১৮ সালে ‘রিভাইভ দ্য স্পিরিট অব মসুল’ প্রকল্পের ঘোষণা দিয়েছিল ইউনেসকো। এই প্রকল্প শুধু স্থাপত্য নয়, মানবিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের ওপরও গুরুত্ব দেয়।
গত মাসেই (জানুয়ারি) ইউনেসকোর মহাপরিচালক আদ্রে আজুলে ঘোষণা দেন, আল নুরি মসজিদের মিনার ও দুটি গির্জার পুনঃ নির্মাণ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম মসুল তার প্রকৃত পরিচয়ে ফিরে আসুক। সংযোগের এই শহরে সহাবস্থান ও সংস্কৃতির শক্তির মাধ্যমে পুনর্গঠন সম্ভব।’
জানা গেছে, ধ্বংসস্তূপ সরানো, বিস্ফোরক পরিষ্কার করা এবং ঐতিহাসিক স্থাপত্যের মূল অংশ যতটা সম্ভব সংরক্ষণ করাই ছিল কর্তৃপক্ষের প্রধান চ্যালেঞ্জ। আল নুরি মসজিদের ৪৫ মিটার উঁচু মিনারটি পুনরায় ঐতিহ্যবাহী ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। সংযুক্ত করা হয়েছে পুরোনো কাঠামোর বেঁচে থাকা অংশগুলোকেও।
ইউনেসকোর প্রকল্প পরিচালক মারিয়া রিটা অ্যাসেটোসো বলেন, ‘এটি দীর্ঘ, কঠিন, কিন্তু সুন্দর ও ফলপ্রসূ একটি যাত্রা। আমি আশা করি, এটি মসুলের মানুষকে নতুন আশা দেবে।’
এক সময় মসুলে প্রায় ৫০ হাজার খ্রিষ্টান বসবাস করত, যা ছিল শহরের মোট জনসংখ্যার ১০ শতাংশ। কিন্তু আইএসের দখলের সময় খ্রিষ্টান বাসিন্দারা হয় পালিয়ে যায়, না হয় তাদের হত্যা করা হয়।
বর্তমানে মসুলের ৩০ লাখ মানুষের মাঝে মাত্র ৭০টি খ্রিষ্টান পরিবার বেঁচে আছে। এই শহরের আল তাহেরা গির্জাটি নির্মিত হয়েছিল ১৮৫৯ সালে। আইএস এই গির্জাটিকে প্রথমে জেলখানা হিসেবে ব্যবহার করেছিল। পরে তারা এটিকে ধ্বংস করে দেয়।
বর্তমানে আল তাহেরা গির্জা আধুনিক ও ঐতিহ্যবাহী নকশার সংমিশ্রণে তৈরি হয়েছে। এর উঁচু গম্বুজ, খোদাই করা প্রাচীর ও মার্বেলের বেদি এক পবিত্র পরিবেশ তৈরি করেছে।
গির্জার ফাদার রায়েদ আদেল বলেন, ‘আমরা কল্পনাও করিনি, পুনর্নির্মাণ এত সুন্দর হবে। এটি আমাদের জন্য এক স্বপ্নের বাস্তবায়ন। কিন্তু শুধু গির্জা নির্মাণ যথেষ্ট নয়—খ্রিষ্টানদের পুনর্বাসনের জন্য আরও সরকারি উদ্যোগ প্রয়োজন।’
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৪ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
৫ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
৬ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
৭ ঘণ্টা আগে