লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০০ জন। একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলের ২৮টি ট্যাংক ধ্বংস করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে বিগত কয়েক দিনের যুদ্ধ পরিস্থিতির আলোকে এ তথ্য দিয়েছে।
লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, তবে কত দিনের সময়সীমার মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে, সে বিষয়ে হিজবুল্লাহ কোনো তথ্য দেয়নি। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিন ও লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমানবাহিনী ও প্রতিরক্ষাবাহিনীর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে।
হিজবুল্লাহর অপারেশন রুমের বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের সীমান্ত থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের পাঁচটি আলাদা আলাদা স্থানে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ অব্যাহত আছে। এখন পর্যন্ত প্রতিরোধে (হিজবুল্লাহ) ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, তাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলের ৭০ জনেরও বেশি সেনা মারা গেছে, ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া ২৮টি মেরকাভা ট্যাংক, চারটি সামরিক বুলডোজার, একটি সাঁজোয়া যান এবং সৈন্য বহনকারী একটি গাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়া, তিনটি হার্মিস-৪৫০ ড্রোন এবং একটি হার্মিস-৯০০ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছে, এই হতাহত ও ক্ষয়ক্ষতি কেবল লেবাননের মাটিতে ইসরায়েলি দখলদার বাহিনীকে মোকাবিলার সময় হয়েছে। তারা ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি, ব্যারাকে হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, তা এই প্রতিবেদনে বিবেচনা করা হয়নি।
লেবাননে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত ৭০ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৬০০ জন। একই সময়ে হিজবুল্লাহ ইসরায়েলের ২৮টি ট্যাংক ধ্বংস করেছে। গতকাল বুধবার সন্ধ্যায় হিজবুল্লাহ এক বিবৃতিতে বিগত কয়েক দিনের যুদ্ধ পরিস্থিতির আলোকে এ তথ্য দিয়েছে।
লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, তবে কত দিনের সময়সীমার মধ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে, সে বিষয়ে হিজবুল্লাহ কোনো তথ্য দেয়নি। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিন ও লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমানবাহিনী ও প্রতিরক্ষাবাহিনীর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে।
হিজবুল্লাহর অপারেশন রুমের বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের সীমান্ত থেকে দখলকৃত ফিলিস্তিনি অঞ্চলের পাঁচটি আলাদা আলাদা স্থানে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ অব্যাহত আছে। এখন পর্যন্ত প্রতিরোধে (হিজবুল্লাহ) ইসরায়েলের বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম হয়েছে।
হিজবুল্লাহ বলেছে, তাদের মূল্যায়ন অনুযায়ী ইসরায়েলের ৭০ জনেরও বেশি সেনা মারা গেছে, ৬০০ জন আহত হয়েছে। এ ছাড়া ২৮টি মেরকাভা ট্যাংক, চারটি সামরিক বুলডোজার, একটি সাঁজোয়া যান এবং সৈন্য বহনকারী একটি গাড়ি ধ্বংস হয়েছে। এ ছাড়া, তিনটি হার্মিস-৪৫০ ড্রোন এবং একটি হার্মিস-৯০০ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি আরও বলেছে, এই হতাহত ও ক্ষয়ক্ষতি কেবল লেবাননের মাটিতে ইসরায়েলি দখলদার বাহিনীকে মোকাবিলার সময় হয়েছে। তারা ইসরায়েলের উত্তর ও মধ্যাঞ্চলে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটি, ব্যারাকে হামলা চালিয়ে যে ক্ষয়ক্ষতি করেছে, তা এই প্রতিবেদনে বিবেচনা করা হয়নি।
ভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৮ মিনিট আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১১ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১২ ঘণ্টা আগে