ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে একটি চুক্তির প্রায় চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে রয়টার্স খবরটি দিয়েছে।
সৌদি শহর ধাহরানে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে, যা প্রায় চূড়ান্ত করা হচ্ছে।
মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা এবং বেসামরিক পারমাণবিক সহায়তার ব্যাপারে ওয়াশিংটন ও রিয়াদ একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার খুব কাছে পৌঁছেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। তবে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে সৌদি-ইসরায়েল সম্পর্কের স্বাভাবিকীকরণ চুক্তির বাস্তবায়নকে ধরা হয় ব্যাপক আকারের দর কষাকষির ক্ষেত্র হিসেবে। সেটি এখনো রয়ে গেছে নাগালের বাইরে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি নির্ভরযোগ্য উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তা, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশের পথ সুগম করা নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।
গত শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছিল যে, জ্যাক সুলিভান গাজাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন এবং অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনের প্রচেষ্টা চালাবেন।
সাধারণত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যেই পারমাণবিক চুক্তি করা হয়ে থাকে। সে হিসাবে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের পারমাণবিক চুক্তি করার ব্যাপারে তীব্র আকাঙ্ক্ষা থাকার কথা নয়। তবে একটি উচ্চাভিলাষী দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে যথেষ্ট পরিমাণ নবায়নযোগ্য শক্তি তৈরি এবং কার্বন নির্গমন কমাতে চাইছে সৌদি আরব।
তবে সমালোচকেরা বলছেন, কখনো পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রয়োজন দেখা দিলে যাতে সহজে সেই লক্ষ্য অর্জন করা যায়, তা নিশ্চিত করতে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে ওয়াশিংটনের দাবি, চুক্তিতে বিষয়টি প্রতিহত করার জন্য শর্ত থাকছে।
ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে একটি চুক্তির প্রায় চূড়ান্ত খসড়া নিয়ে আলোচনার জন্য বৈঠক করেছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে রয়টার্স খবরটি দিয়েছে।
সৌদি শহর ধাহরানে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে কৌশলগত চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে, যা প্রায় চূড়ান্ত করা হচ্ছে।
মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা এবং বেসামরিক পারমাণবিক সহায়তার ব্যাপারে ওয়াশিংটন ও রিয়াদ একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার খুব কাছে পৌঁছেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। তবে মধ্যপ্রাচ্যের প্রেক্ষাপটে সৌদি-ইসরায়েল সম্পর্কের স্বাভাবিকীকরণ চুক্তির বাস্তবায়নকে ধরা হয় ব্যাপক আকারের দর কষাকষির ক্ষেত্র হিসেবে। সেটি এখনো রয়ে গেছে নাগালের বাইরে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি নির্ভরযোগ্য উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তা, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশের পথ সুগম করা নিয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে।
গত শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছিল যে, জ্যাক সুলিভান গাজাসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করতে সৌদি আরব ও ইসরায়েল সফর করবেন এবং অঞ্চলটিতে স্থায়ী শান্তি ও নিরাপত্তা অর্জনের প্রচেষ্টা চালাবেন।
সাধারণত বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যেই পারমাণবিক চুক্তি করা হয়ে থাকে। সে হিসাবে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের পারমাণবিক চুক্তি করার ব্যাপারে তীব্র আকাঙ্ক্ষা থাকার কথা নয়। তবে একটি উচ্চাভিলাষী দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে যথেষ্ট পরিমাণ নবায়নযোগ্য শক্তি তৈরি এবং কার্বন নির্গমন কমাতে চাইছে সৌদি আরব।
তবে সমালোচকেরা বলছেন, কখনো পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রয়োজন দেখা দিলে যাতে সহজে সেই লক্ষ্য অর্জন করা যায়, তা নিশ্চিত করতে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে ওয়াশিংটনের দাবি, চুক্তিতে বিষয়টি প্রতিহত করার জন্য শর্ত থাকছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প নতুন এক বাণিজ্য কৌশল বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, বিশ্বজুড়ে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হবে। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এমন
১ ঘণ্টা আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৫ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৬ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৬ ঘণ্টা আগে