অনলাইন ডেস্ক
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে পাঁচ বছরের একটি যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত। বিনিময়ে তারা তাদের কাছে থাকা সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। আজ শনিবার হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক। সংগঠনটির এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী—অবশিষ্ট সব জিম্মিকে এক দফায় মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে পাঁচ বছরের যুদ্ধবিরতি কার্যকর হবে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘হামাস এক দফায় বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত। এর বিনিময়ে পাঁচ বছরের জন্য শত্রুতা বন্ধ থাকবে।’
এদিকে, সংগঠনটির একটি প্রতিনিধিদল মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা দিয়েছে। সেখানে তারা মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। খলিল আল-হাইয়া এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আশা করা হচ্ছে, তারা মিসরের কাছে যুদ্ধ অবসানের বিষয়ে হামাসের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নুনু আগেই স্পষ্ট জানিয়েছেন, আলোচনায় সংগঠনের অস্ত্র পরিত্যাগ নিয়ে কোনো দর-কষাকষি হবে না।
উল্লেখ্য, গাজায় এখনো হামাসের কাছে ৫৯ জন জিম্মি বন্দী আছেন। তাদের ফিরিয়ে আনা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আলোচকেরা কাজ করছেন। হামাস কর্তৃপক্ষের দাবি, গাজায় যুদ্ধে বিপুলসংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছে।
এর আগে, গত সপ্তাহে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছিল, হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই প্রস্তাব কার্যকর হলে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি থাকবে পাঁচ থেকে সাত বছর। এই সময়ে জিম্মিদের মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। এই চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে, একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে অবসান হবে দুপক্ষের মধ্যের সংঘাতের।
সে সময় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হামাস ইঙ্গিত দিয়েছে যে, গাজা শাসনের দায়িত্ব তারা এমন কোনো ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত, যে বিষয়ে জাতীয় ও আঞ্চলিক স্তরে ঐকমত্য রয়েছে। কর্মকর্তা জানান, এই সংস্থা হতে পারে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ বা নতুন করে গঠন করা কোনো প্রশাসনিক কাঠামো।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজা নিয়ন্ত্রণকারী হামাস জানিয়েছে, তারা ইসরায়েলের সঙ্গে পাঁচ বছরের একটি যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত। বিনিময়ে তারা তাদের কাছে থাকা সব জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। আজ শনিবার হামাসের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস গাজায় যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক। সংগঠনটির এক কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি অনুযায়ী—অবশিষ্ট সব জিম্মিকে এক দফায় মুক্তি দেওয়া হবে। এর বিনিময়ে পাঁচ বছরের যুদ্ধবিরতি কার্যকর হবে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা জানিয়েছেন, ‘হামাস এক দফায় বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত। এর বিনিময়ে পাঁচ বছরের জন্য শত্রুতা বন্ধ থাকবে।’
এদিকে, সংগঠনটির একটি প্রতিনিধিদল মিসরের রাজধানী কায়রোর উদ্দেশে রওনা দিয়েছে। সেখানে তারা মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। খলিল আল-হাইয়া এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আশা করা হচ্ছে, তারা মিসরের কাছে যুদ্ধ অবসানের বিষয়ে হামাসের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। হামাসের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের আল-নুনু আগেই স্পষ্ট জানিয়েছেন, আলোচনায় সংগঠনের অস্ত্র পরিত্যাগ নিয়ে কোনো দর-কষাকষি হবে না।
উল্লেখ্য, গাজায় এখনো হামাসের কাছে ৫৯ জন জিম্মি বন্দী আছেন। তাদের ফিরিয়ে আনা এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আলোচকেরা কাজ করছেন। হামাস কর্তৃপক্ষের দাবি, গাজায় যুদ্ধে বিপুলসংখ্যক বেসামরিক লোক নিহত হয়েছে।
এর আগে, গত সপ্তাহে এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছিল, হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। ওই কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন এই প্রস্তাব কার্যকর হলে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি থাকবে পাঁচ থেকে সাত বছর। এই সময়ে জিম্মিদের মুক্তি দেবে হামাস, বিনিময়ে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি দেবে নেতানিয়াহু প্রশাসন। এই চুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার করা হবে, একপর্যায়ে আনুষ্ঠানিকভাবে অবসান হবে দুপক্ষের মধ্যের সংঘাতের।
সে সময় বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল, আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, হামাস ইঙ্গিত দিয়েছে যে, গাজা শাসনের দায়িত্ব তারা এমন কোনো ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে প্রস্তুত, যে বিষয়ে জাতীয় ও আঞ্চলিক স্তরে ঐকমত্য রয়েছে। কর্মকর্তা জানান, এই সংস্থা হতে পারে পশ্চিম তীরভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএ বা নতুন করে গঠন করা কোনো প্রশাসনিক কাঠামো।
কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মার্ক কার্নি গত মার্চে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। এর মাধ্যমে তিনি সেই বিরল গোষ্ঠীতে যোগ দেন, যারা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান থাকার পর দেশের নেতৃত্ব দিয়েছেন। কার্নি ছাড়াও আরও কয়েকজন কেন্দ্রীয় ব্যাংক সাবেক গভর্নর নিজ দেশের প্রধানমন্ত্রী হয়
১ ঘণ্টা আগেনেদারল্যান্ডসের রটারডামে একটি জাদুঘরে আমেরিকান শিল্পী মার্ক রথকোর আঁকা একটি চিত্রকর্ম নষ্ট করেছে এক শিশু। চিত্রকর্মটির বর্তমান মূল্য কয়েকটি কোটা পাউন্ড!
১ ঘণ্টা আগেবিভ্রাটের কারণে ব্যাপকভাবে বিঘ্নিত হয় জনজীবন। স্পেনের মাদ্রিদে শহরজুড়ে বিভিন্ন স্থানে প্রায় ২০০টি লিফট আটকে পড়ে। আটকে পড়াদের বেশির ভাগই শ্বাসকষ্ট এবং অতিরিক্ত উদ্বিগ্ন হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, শহরজুড়ে প্রায় ১৬৭টি জরুরি সেবা দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। বিদ্যুৎ বিভ্রাটে
১ ঘণ্টা আগেকানাডার জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি ক্ষমতা ধরে রেখেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে দলটি। এ নিয়ে দলটি টানা চতুর্থবার জিতল। বিপরীতে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভর হার স্বীকার করে নিয়েছেন।
২ ঘণ্টা আগে