ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন
এক বছরেরও বেশি সময় ধরে আপত্তি জানানোর পর হামাস অবশেষে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় ইসরায়েলি দাবি মেনে নিয়েছে। এই চুক্তির শর্ত অনুসারে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ সাময়িকভাবে গাজায় অবস্থান করবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আজ বৃহস্পতিবার আরব মধ্যস্থতাকারীদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।
হামাস দীর্ঘ মাস ধরে দাবি করে আসছিল যে, কেবল ইসরায়েলি সেনারা গাজায় থেকে পুরোপুরি সরে গেলেই একটি যুদ্ধবিরতি চুক্তি এবং গাজার যুদ্ধ স্থায়ীভাবে শেষ হবে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটি তাদের দাবি শিথিল করছে এবং মধ্যস্থতাকারীদের কাছে একটি তালিকা দিয়েছে। এই তালিকায় প্রথম দফায় যেসব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের নাম আছে।
মধ্যস্থতাকারীরা ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ওই তালিকায় মার্কিন নাগরিক, নারী, বয়স্ক জিম্মি এবং চিকিৎসাজনিত সমস্যায় থাকা ব্যক্তিদের নাম আছে। এ ছাড়া, পাঁচজন মৃত জিম্মির নামও অন্তর্ভুক্ত রয়েছে তাতে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি আলোচকেরা প্রথম পর্যায়ে আরও বেশি সংখ্যক জিম্মির মুক্তির জন্য চাপ দিচ্ছেন। একই সঙ্গে, তারা গাজা-মিশর সীমান্তে ফিলাডেলফি করিডর থেকে ধীরে ধীরে সরে যাওয়ার প্রস্তাব মেনে নিয়েছে। অন্যদিকে, হামাসও রাজি হয়েছে যে—তারা মিশর ও গাজার মধ্যে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ পরিচালনায় আর কোনো ভূমিকা রাখবে না।
এদিকে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া গত বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে দেখা করেছেন একটি সম্ভাব্য জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে। এক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেছে।
ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, আলোচ্য প্রস্তাব অনুযায়ী—৬০ দিনের যুদ্ধবিরতির সময়ে ৩০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে। এর বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে এবং গাজায় মানবিক সহায়তার পরিমাণ বাড়াবে। এর আগে, ২০২৩ সালের নভেম্বরে যে যুদ্ধবিরতি হয়েছিল সে সময় সপ্তাহ খানেকের যুদ্ধবিরতি চলাকালে প্রতিদিন ১০ জন করে জিম্মি মুক্তি দেওয়া হয়েছিল।
একজন পশ্চিমা কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, একটি চুক্তির রূপরেখা তৈরি হচ্ছে। তিনি জানিয়েছেন, তবে এটি হবে সীমিত পরিসরের একটি যুদ্ধবিরতি এবং কেবল কয়েকজন জিম্মি মুক্তি এবং অল্প সময়ের জন্য লড়াই বন্ধ থাকবে।
এক বছরেরও বেশি সময় ধরে আপত্তি জানানোর পর হামাস অবশেষে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির আওতায় ইসরায়েলি দাবি মেনে নিয়েছে। এই চুক্তির শর্ত অনুসারে, ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ সাময়িকভাবে গাজায় অবস্থান করবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল আজ বৃহস্পতিবার আরব মধ্যস্থতাকারীদের উদ্ধৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে।
হামাস দীর্ঘ মাস ধরে দাবি করে আসছিল যে, কেবল ইসরায়েলি সেনারা গাজায় থেকে পুরোপুরি সরে গেলেই একটি যুদ্ধবিরতি চুক্তি এবং গাজার যুদ্ধ স্থায়ীভাবে শেষ হবে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটি তাদের দাবি শিথিল করছে এবং মধ্যস্থতাকারীদের কাছে একটি তালিকা দিয়েছে। এই তালিকায় প্রথম দফায় যেসব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে তাদের নাম আছে।
মধ্যস্থতাকারীরা ওয়ালস্ট্রিট জার্নালকে জানিয়েছেন, ওই তালিকায় মার্কিন নাগরিক, নারী, বয়স্ক জিম্মি এবং চিকিৎসাজনিত সমস্যায় থাকা ব্যক্তিদের নাম আছে। এ ছাড়া, পাঁচজন মৃত জিম্মির নামও অন্তর্ভুক্ত রয়েছে তাতে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি আলোচকেরা প্রথম পর্যায়ে আরও বেশি সংখ্যক জিম্মির মুক্তির জন্য চাপ দিচ্ছেন। একই সঙ্গে, তারা গাজা-মিশর সীমান্তে ফিলাডেলফি করিডর থেকে ধীরে ধীরে সরে যাওয়ার প্রস্তাব মেনে নিয়েছে। অন্যদিকে, হামাসও রাজি হয়েছে যে—তারা মিশর ও গাজার মধ্যে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ পরিচালনায় আর কোনো ভূমিকা রাখবে না।
এদিকে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া গত বুধবার দোহায় কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানির সঙ্গে দেখা করেছেন একটি সম্ভাব্য জিম্মি মুক্তি ও গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে। এক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস এই বৈঠকের সত্যতা নিশ্চিত করেছে।
ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, আলোচ্য প্রস্তাব অনুযায়ী—৬০ দিনের যুদ্ধবিরতির সময়ে ৩০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে। এর বিনিময়ে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে এবং গাজায় মানবিক সহায়তার পরিমাণ বাড়াবে। এর আগে, ২০২৩ সালের নভেম্বরে যে যুদ্ধবিরতি হয়েছিল সে সময় সপ্তাহ খানেকের যুদ্ধবিরতি চলাকালে প্রতিদিন ১০ জন করে জিম্মি মুক্তি দেওয়া হয়েছিল।
একজন পশ্চিমা কূটনীতিক নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছেন, একটি চুক্তির রূপরেখা তৈরি হচ্ছে। তিনি জানিয়েছেন, তবে এটি হবে সীমিত পরিসরের একটি যুদ্ধবিরতি এবং কেবল কয়েকজন জিম্মি মুক্তি এবং অল্প সময়ের জন্য লড়াই বন্ধ থাকবে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
১৫ মিনিট আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
২৫ মিনিট আগেভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
৪৩ মিনিট আগেভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে