Ajker Patrika

সিরিয়ার সামরিক একাডেমিতে ড্রোন হামলায় নিহত অন্তত ১০০ 

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৯: ৫০
সিরিয়ার সামরিক একাডেমিতে ড্রোন হামলায় নিহত অন্তত ১০০ 

গৃহযুদ্ধকবলিত সিরিয়ার একটি সামরিক একাডেমিতে ড্রোন হামলায় অন্তত ১০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৪০ জন। মধ্য সিরিয়ার হোমস প্রদেশের ওই সামরিক একাডেমিতে গতকাল বৃহস্পতিবার ক্যাডেটদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এই ড্রোন হামলার ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা দেশটির স্বাস্থ্যমন্ত্রী ও একটি মানবাধিকার প্রতিষ্ঠানের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিরিয়া সরকারের স্বাস্থ্যমন্ত্রী হাসান আল-ঘাবাশ জানিয়েছেন, ড্রোন হামলায় নিহতের সংখ্যা ১০০ নয়, ৮০ জন। তবে তিনি নিশ্চিত করেছেন, এই হামলায় অন্তত ২৪০ জন আগত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাসান আল-ঘাবাশ।

সিরিয়ার সরকার নিহতের সংখ্যা ৮০ জন বললেও যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১০০ জন। সিরিয়ার সরকারপন্থী একটি সশস্ত্র গোষ্ঠীও জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১০০। তবে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, আহতের সংখ্যা ২৪০ নয়, ১২৫ জন।

সিরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, অনুষ্ঠানের একেবারে শেষ দিকে বিস্ফোরকভর্তি একটি ড্রোন হামলা চালায়। বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছে, একটি বিদেশি রাষ্ট্রের মদদে এই হামলা পরিচালিত হয়েছে। তবে রাষ্ট্রটির নাম উল্লেখ করেনি। এখন পর্যন্ত কোনো গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।

বিবৃতি থেকে আরও জানা গেছে, সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্তু হামলার মাত্র কয়েক মিনিট আগে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত