Ajker Patrika

আর্থিক অনিয়মের দায়ে কুয়েতের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর কারাদণ্ড

আর্থিক অনিয়মের দায়ে কুয়েতের সাবেক প্রতিরক্ষামন্ত্রীর কারাদণ্ড

সামরিক বাহিনীতে আর্থিক অনিয়মের দায়ে কুয়েতের সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ আল–জাররাহ আল–সাবাহকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। আজ রোববার আপিল বিভাগ এ রায় দেয়।   

এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ জাবের আল–মোবারক আল–সাবাহকে আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেয়। যদিও দুজনই অভিযোগ অস্বীকার করেছেন। 

২০১৯ সালে আইনপ্রণেতারা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালিদের বিরুদ্ধে অনাস্থা ভোট করায় শেখ জাবের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন। তিনি ২০১১ সাল থেকে প্রধানমন্ত্রী পদে ছিলেন। 

সরকারের পদত্যাগের পর তখনকার প্রতিরক্ষামন্ত্রী শেখ নাসের সাবাহ আল–আহমেদ এক বিবৃতিতে বলেন, সামরিক তহবিলের প্রায় ২৪ কোটি দিনারের (৭৭ কোটি ৮৬ লাখ ডলার) আর্থিক অনিয়মের দায় এড়াতে মন্ত্রিসভা পদত্যাগ করেছে।  

এর আগে ২০২২ সালের মার্চে অর্থ আত্মসাতের অভিযোগ থেকে শেখ জাবের ও শেখ খালিদকে বেকসুর খালাস দেওয়া হয়। পরে কুয়েতের কৌঁসুলিরা রায়ের বিরুদ্ধে আপিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত